প্যাটারসন সিটির টাস্ক ফোর্সের কমিশনার মনোনীত বাংলাদেশি মোসলেহ

প্রবাস ডেস্ক,

  • প্রকাশিত: ৪ অক্টোবর ২০২০, ১:০৩ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের প্যাটারসন সিটির টাস্ক ফোর্সের কমিশনার নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মোসলেহ উদ্দীন ।গত ২ অক্টোবর শপথ গ্রহণ করে তিনি দায়িত্ব বুঝে নিয়েছেন। স্বাস্থ্যবিধি মেনে প্যাটারসন সিটি হলে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে মোসলেহ উদ্দীন-কে শপথ বাক্য পাঠ করান সিটির ২ নম্বর ওয়ার্ডের ভারপ্রাপ্ত কাউন্সিলম্যান গিলমান চৌধুরী।

এ সময় সেখানে তার পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের পাশাপাশি সিটি মেয়র আন্দ্রে সাঈয়া, কাউন্সিল ওম্যান মার্টিজা ডেভিলা, রুবি কটোন, ডেপুটি মেয়র ফেরদৌস আহমেদ, নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংবাদিক বিশ্বজিৎ দে বাবলু, তথ্য ও গবেষণা সম্পাদক শাহাব উদ্দীন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সিটি কমিশনার ইমরান হোসেন, হাফেজ আলাউদ্দিনসহ বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মোসলেহ উদ্দীন সিটি প্রশাসনের গুরুত্বপূর্ণ পদ সিটির টাস্ক ফোর্সের কমিশনার হিসাবে দায়িত্ব পালন করবেন। মোসলেহ উদ্দীন প্যাটারসনের বিশিষ্ট ব্যবসায়ী বাংলাদেশ কমিউনিটির পরিচিত মুখ তাজ উদ্দীনের এক মাত্র পুত্র সন্তান।তার পৈত্রিক নিবাস গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নে।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...