শাবি’র ল্যাবে ১২ জন করোনা শনাক্ত

সিলেট অফিস,

  • প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২০, ১:২৪ পূর্বাহ্ণ

সিলেটে করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষায় নতুন আরো ১২ জন করোনা শনাক্ত হয়েছেন। রোববার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে তারা শনাক্ত হন। ওইদিন ল্যাবে ৯৩টি নমুনা পরীক্ষায় এই ১২টি নমুনার ফলাফল পজিটিভ আসে।

এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়টির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল। তিনি জানান, শনাক্ত হওয়া ১২ জনের মধ্যে সবাই সিলেট জেলার। তিনি আরো বলেন, শাবির ল্যাবে রোববার ৯৩টি নমুনা সংগ্রহ করা হয়। এরমধ্যে সুনামগঞ্জের ৬টি, হবিগঞ্জের ১২টি, মৌলভীবাজারের ৭টি ও সিলেটের ৬৮টি নমুনা সংগ্রহ করা হয়।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh