সব
স্বদেশ বিদেশ ডট কম
করোনা পরিস্থিতির মধ্যেই শেষ হলো বিহারের বিধানসভা নির্বাচনের প্রথম পর্ব। এরই মধ্যে মুম্বাইয়ে বসে বিহারের এলজেপি নেতা প্রকাশ চন্দ্রের বিরুদ্ধে অভিযোগ আনলেন বলিউড অভিনেত্রী আমিশা পাটেল।
ভারতীয় সংবাদমাধ্যমে এই অভিনেত্রী অভিযোগ করেন, বিহার ভোটে প্রকাশ চন্দ্রের হয়ে প্রচার করার সময় নাকি তিনি নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। এমনকী যেকোনও মুহূর্তে খুন কিংবা ধর্ষণ হয়ে যেতে পারত বলেও অভিযোগ জানান আমিশা।
বেসরকারি ওই সংবাদমাধ্যমের দাবি, তাদের কাছে নিজের যাবতীয় অভিযোগ জানিয়েছেন আমিশা। নায়িকার কথায়, নির্বাচনের আগে লোক জনশক্তি দলের নেতা প্রকাশ চন্দ্রের জন্য প্রচার করতে তাকে বিহারে ডাকা হয়েছিল। দাউদানগরে প্রচার করার সময় নিরাপত্তাহীনতায় ভুগছিলেন তিনি।
তাকে হুমকি দেওয়া হয়েছিল, বাজে ব্যবহার করা হয়েছিল। যেকোনও মুহূর্তে খুন কিংবা ধর্ষণের শিকার হতে পারেন, এই আশঙ্কায় ভুগছিলেন তিনি। শুধুমাত্র নিজেকে বাঁচাতে সেসময় চুপচাপ তাদের কথা শুনে গিয়েছিলেন। মুম্বাইয়ে ফিরে আসার পরও নাকি হুমকি দিয়ে প্রকাশের জন্য প্রচার করতে বলা হয় তাকে। এরপরই এই নেতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার কথা বলেছেন নায়িকা।
Developed by:
Helpline : +88 01712 88 65 03