বিয়ে না হওয়ার আক্ষেপে পুড়ছেন সোনাক্ষী

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৪ মে ২০২৪, ২:০৯ অপরাহ্ণ

সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ওয়েব সিরিজ ‘হীরামন্ডি’ এখন আলোচনায়। ওই সিরিজ নিয়েই সম্প্রতি কপিল শর্মার শোতে হাজির হয়েছিলেন সোনাক্ষী সিনহা, রিচা চাড্ডা, মনীষা কৈরালা, অদিতি রাও হায়দারি, সঞ্জিদা শেখ ও শারমিন সেগাল। এ পর্বেই কথা ওঠে বিয়ে প্রসঙ্গে। সোনাক্ষী জানান, কীভাবে তার সমসাময়িক অভিনেতারা একের পরে এক বিয়ে করছেন।

কপিলই তোলেন বিয়ে প্রসঙ্গ। তিনি আবার সোনাক্ষীকে মনে করিয়ে দেন আলিয়া ভাট ও কিয়ারা আদভানিও বিয়ে করে ফেলেছেন। উত্তরে সোনাক্ষী বলেন, ‘কেন কাটা ঘায়ে নুনের ছিটে দিচ্ছেন?’ এরপর কপিলকে দেখিয়ে অন্যদের অভিনেত্রী বলেন, ‘ও জানে, আমি সত্যিই বিয়ে করতে চাই।’

‘হীরামন্ডি’র অভিনেত্রীদের নিয়ে সোনাক্ষী বলেন, ‘আমাদের হীরামন্ডির কাজ শেষ হয়ে গেছে। আমার এখনো বিয়ে হয়নি। শারমিনেরও বিয়ে হয়ে গেল।’

তারপর মজা করেই মনীষা মনে করিয়ে দেন, ‘রিচারও বিয়ে হয়ে গেছে। ও এবার মা হতে যাচ্ছে।’ এই ওয়েব সিরিজের আরেক অভিনেত্রী অদিতি রাও হায়দারিও সম্প্রতি বিয়ে করেছেন।

উল্লেখ্য, সোনাক্ষী অভিনেতা জাহির ইকবালের সঙ্গে সম্পর্কে আছেন। খুব দ্রুত সোনাক্ষী ও জাহিরকে বিয়ের পিঁড়িতে দেখা যাবে বলে গুঞ্জন আছে।

অন্যদিকে, হীরামান্ডির আরেক অভিনেত্রী রিচা চাড্ডা অভিনেতা আলি ফজলকে বিয়ে করেন ২০২২ সালের অক্টোবরে। শিগগিরই তাদের সংসারে আসতে যাচ্ছে নতুন অতিথি। ২০২৩ সালের নভেম্বরে বিয়ে করেছেন শারমিন সেগাল। ২০২৪ সালের মার্চে চার হাত এক হয়েছে অদিতি রাও হায়দারি ও সিদ্ধার্থের।

 

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...