সব
তথ্য ও প্রযুক্তি ডেস্ক,
যারা উইন্ডোজ ১০ ব্যবহার করছেন, তাদের জন্য খবরটি আঁতকে উঠার মতোই। উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে সফটওয়্যার জনিত ত্রুটি সনাক্ত করেছে গুগলের প্রজেক্ট জিরো টিম।
জিরো টিমের কাজ হচ্ছে ‘জিরো ডে’ নিরাপত্তা বাগ খোঁজা ও এর সমাধানে কাজ করা। জিরো ডে হচ্ছে এমন এক ধরনের কম্পিউটার সফটওয়্যার বা প্রোগ্রাম, যার সূত্র বা উৎস সাধারণত গোপন থাকে।
জিরো টিম উইন্ডোজ ১০-এর এ ধরনের নিরাপত্তা ত্রুটি বা বাগ সনাক্ত করার পর-পরই মাইক্রোসফট কর্তৃপক্ষকে জানায়। এর সমাধানে তারা এক সপ্তাহ সময় বেঁধে দেয়। মাইক্রোসফটও ব্যাপারটি স্বীকার করেছে। সাইবার হামলাকারী উইন্ডোজ ১০-কে লক্ষ্যবস্তু বানিয়েছে ঠিক, তবে এর মানে এই না যে সাধারণ ব্যবহারকারীরা কম্পিউটার বা সিস্টেম অকেজো হয়ে যাবে।
গুগলের থ্রেট অ্যানালাইসিস গ্রুপের পরিচালক শ্যানে হান্টলি জানান, সাইবার হামলাকারীরা এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের নির্বাচন কার্যক্রমের সিস্টেমকে লক্ষবস্তু বানায়নি, এটা অন্তত খুশির খবর। এছাড়া এটি এখনো সীমিত পরিসরে আছে, ব্যাপকভাবে হয়নি।
Developed by:
Helpline : +88 01712 88 65 03