সব
স্বদেশ বিদেশ ডট কম
শেয়ারিং অপশনে পরিবর্তন আনছে ফেসবুক। বিভিন্ন সময়ে নির্বাচনসহ অন্যান্য ইস্যুতে ভুয়া তথ্য এবং যড়যন্ত্রমূলক তত্ত্ব ঠেকাতে এ ধরনের সিদ্ধান্তের কথা ভাবছে বিশ্বের সর্বাধিক জনপ্রিয় এ যোগাযোগ মাধ্যম।
নিউইয়র্ক টাইমস থেকে জানানো হয়, এই পরিবর্তনটি বৃহস্পতিবার (৬ নভেম্বর) থেকেই শুরু হয়ে থাকতে পারে।
সংবাদ মাধ্যমটি আরো জানায় শেয়ারিং ফিচারে ফেসবুক ঠিক কী ধরনের পরিবর্তন এনেছে তা এখনও পরিষ্কার নয়। তবে বিষয়টি এমন হতে পারে যে নতুন করে আরও দু-একটি বেশি ক্লিক করতে হবে। টুইটারও এ কারণে নতুন কিছু পরিবর্তন এনেছে।
এনগেজেট জানায়, ফেসবুক যেকোনও সহিংসতার ব্যাপারে যথেষ্টই উদ্বিগ্ন এবং প্রতিষ্ঠানটি চাচ্ছে ফেসবুক ব্যবহারকারীরা যেন শান্ত থাকেন এই বিষয়ে। এদিকে বাজফিড নিউজ জানায়, গত কয়েক দিনে ফেসবুকে অভ্যন্তরীণ একটা সংগঠিত সহিংসতার সম্ভাবনা তৈরি হয়েছে।
ফেসবুকের একজন মুখপাত্র জানান, ভুয়া তথ্য ছড়ানো ঠেকাতে ফেসবুক সাময়িক কিছু অতিরিক্ত ধাপ সংযোজন করেছে। এখন ফেসবুকের কোনও ব্যবহারকারী নির্বাচন সংক্রান্ত কোনও পোস্ট দিতে চাইলে তাদের ভোটিং ইনফরমেশন সেন্টারের দিকে নজর দিতে বলবে। এছাড়া ভোট সংক্রান্ত কিছু লাইভ ভিডিও আটকে দেবে ফেসবুক। তবে ফেসবুকের এই কর্মকাণ্ড কতদিন চলবে তা নির্দিষ্ট করে জানাননি সেই মুখপাত্র।
Developed by:
Helpline : +88 01712 88 65 03