ভৈরব উপজেলা প্রবাসী আওয়ামীলীগের ভার্চুয়াল আলোচনা

ইতালি প্রতিনিধি,

  • প্রকাশিত: ১০ নভেম্বর ২০২০, ১০:৫৪ পূর্বাহ্ণ

ভৈরব উপজেলা প্রবাসী আওয়ামীলীগের উদ্যোগে ৩রা নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে গত ৮ই নভেম্বর অনলাইন জুম মিটিং এর মাধ্যমে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উক্ত আলোচনা ও দোয়া মাহফিলে ইতালী আওয়ামীলীগের সম্মানিত সহ-সভাপতি ও ভৈরব উপজেলা প্রবাসী আওয়ামীলীগের নির্বাহী পরিচালক জনাব হাজী মোহাম্মদ জসীমউদ্দীনের সভাপত্বিতে ও ভৈরব উপজেলা প্রবাসী আওয়ামীলীগের উদ্যোক্তা / পরিচালক, ইতালী আওয়ামী লীগ গরিঝিয়া মনফালকোন শাখার সম্মানিত সভাপতি জাহাঙ্গীর সরকারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে জুম মিটিং এ যোক্ত ছিলেন ভৈরব উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, অভিভাবক ভৈরব উপজেলার চেয়ারম্যান, বীর মুক্তিযাদ্ধা জনাব আলহাজ্ব সাইদুল্লাহ মিয়া, বিশেষ অতিথি হিসাবে ভৈরব উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারন সম্পাদক গণমানুষের নেতা জনাব জাহাঙ্গীর আলম সেন্টু ভাই এবং বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ভৈরব পৌর আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি জনাব এস.এম বাকিবিল্লাহ,উপজেলা আওয়ামীলীগের সহ প্রচার সম্পাদক মোশারফ হোসেন মুসা ভৈরব উপজেলা প্রবাসী আওয়ামী লীগের জেল হত্যা দিবসের আলোচনায় অংশ নিয়ে ভৈরব উপজেলার আওয়ামীলীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ জাতীয় ৪ নেতারজন্য শোক জানিয়ে উল্লেখ করেন যে ৩রা নভেম্বর দিনটি ছিল বাংলাদেশের জন্য একটি দুর্ভাগ্যজনক কলঙ্কিত দিন এবং কালো দিবস যেদিন কিনা মুক্তিযুদ্ধের সংগঠক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪ সহচর কে হত্যা করা হয়েছিল নির্মমভাবে জেলের ভিতর ,পৃথিবীর ইতিহাসে এমন নজির আর কোথাও নেই জেলবন্দি অবস্থায় নেতাদের কে হত্যা করা , তাদের আত্মার মাগফেরাত কামনা করে তাদের বিচার ও রায় কার্যকরের জন্য নেতৃবৃন্দ সরকারের কাছে আবেদন জানান এবং আরো বলেন যে ,যতদিন পর্যন্ত বাংলাদেশ থাকবে ততদিন পর্যন্ত জেলহত্যা দিবস কে আওয়ামী লীগ এর মাধ্যমে সারা বাংলাদেশের মানুষের কাছে নির্মম হত্যাকাণ্ডের কথা তুলে ধরবেন এবং জেলহত্যা দিবস কে জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করে ছুটির দিন ঘোষণা করার অনুরোধ জানান ।

পাশাপাশি ভৈরব উপজেলা প্রবাসী আওয়ামী লীগ গঠন করায় ভৈরব উপজেলার সাবেক ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও আওয়ামী কর্মীদের এই মিলন মেলা কে স্বাগত জানিয়ে নেতৃবৃন্দ বলেন প্রবাসের এই সংগঠন জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবে এবং ভৈরব উপজেলা আওয়ামীলীগকে শক্তিশালী করবে, ভৈরব কুলিয়ারচরের এমপি প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের উত্তরসূরি নাজমুল হাসান পাপনের হাতকে শক্তিশালী করবে এবং ভৈরবের মানবকল্যাণে কাজ করার প্রত্যাশা রাখেন এবং বক্তব্য রাখেন ভৈরব উপজেলা আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা: মাসুম সরকার মন্টু (নিউ জার্সি,আমেরিকা)
উপদেষ্টা মনিরুজ্জামান (ইংল্যান্ড)
সাবেক প্রচার সম্পাদক অস্টিয়া আওয়ামীলীগ,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রলীগ সরকারি তিতুমীর কলেজ।
পরিচালক:নাসির উদ্দিন (রোম,ইতালী)
সাবেক সহ-সভাপতি হাজী আসমত কলেজ ছাত্রলীগ,প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ভৈরব পরিষদ রোম ইতালী।
সালাম মোহাম্মদ কাউসার (ভেনিস,ইতালী)
সাবেক সাংগঠনিক সম্পাদক ভৈরব উপজেলা ছাত্রলীগ,সাবেক সাহিত্য সম্পাদক হাজী আসমত কলেজ ছাত্র সংসদ ভৈরব।
হাবিবুর রহমান হাবিব (বার্মিংহাম,ইংল্যান্ড)
সাবেক সাধারণ সম্পাদক ছাত্রলীগ ৩ নং ওয়ার্ড বর্তমান ৭ ৮ ৯ ওয়ার্ড, যুগ্ম সাধারণ সম্পাদক ভৈরব পরিষদ ও কিশোরগঞ্জ সমিতি রোমে ইতালী।
শেখ ইসহাক(রোম,ইতালী)
সাবেক যুগ্ম আহবায়ক ভৈরব পৌর ছাত্রলীগ।
জি,আর মানিক (রোম,ইতালী)
সাংগঠনিক সম্পাদক রোম মহানগর আওয়ামীলীগ ইতালী, উদ্যোগতা ভৈরব উপজেলা প্রবাসী আওয়ামীলীগ।
তৌফিকুল ইসলাম
(মনফালকোনে,ইতালী)
সাবেক সাংগঠনিক সম্পাদক ছাত্রলীগ ভৈরব পৌর শাখা, যুগ্ম সাধারণ সম্পাদক ইতালী আওয়ামীলীগ গরিঝিয়া মনফালকোনে শাখা।
মোঃ সোহেল মিয়া (ভেনিস,ইতালী)
সাবেক প্রমোদ সম্পাদক হাজী আসমত কলেজ ছাত্র সংসদ ভৈরব।
আনোয়ার হোসাইন (রোম,ইতালী)
সাবেক মিলনায়তন সম্পাদক হাজী আসমত কলেজ ছাত্র সংসদ ভৈরব।
রাসেল মিয়া (গ্রীস)
যুগ্ম আহবায়ক গ্রীস আওয়ামী যুবলীগ।
মুজাহিদুল ইসলাম রতন (রোম,ইতালী)সভাপতি,
আমরা মুক্তিযোদ্ধার সন্তান ইতালী।
মতিউর রহমান বকুল (লা স্পেছছিয়া,ইতালী)
সাবেক সভাপতি পৌর আওয়ামীলীগ ১২ নং ওয়ার্ড,প্রচার সম্পাদক ইতালি আওয়ামীলীগ লা স্পেছিয়া শাখা।
সোলাইমান হোসাইন (ভেনিস,ইতালী)
সভাপতি ভৈরব সমিতি ভেনিস,ইতালী।
রাসেল রানা (রোম,ইতালী)
সদস্য কালিকাপ্রসাদ ইউনিয়ন যুবলীগ,প্রতিষ্ঠাতা সভাপতি সম্মিলিত ভৈরব পল্লী সমিতি ইতালী।
সগির আহমেদ (মনফালকোনে,ইতালী)
সাংগঠনিক সম্পাদক আওয়ামী যুবলীগ ভৈরব পৌর শাখা, সাবেক সমাজকল্যাণ সম্পাদক ভৈরব উপজেলা ছাত্রলীগ।

উপদেষ্টা:বাকের সওদাগর(রোম,ইতালী)
লিটন মিয়া (সুইজারল্যান্ড)
সাংগঠনিক সম্পাদক আওয়ামীলীগ সুইজারল্যান্ড শাখা।
জহিরুল ইসলাম (মনফালকোনে,ইতালী)
সাবেক প্রদান আহবায়ক ও সম্মানিত সদস্য ইতালী আওয়ামীলীগ গরিঝিয়া মনফালকোনে শাখা।
বশির আহমেদ (মনফালকোনে,ইতালী)
সহ-সভাপতি ইতালী আওয়ামীলীগ গরিঝিয়া মনফলকনে শাখ ।
মোঃ জাবেদ উল্লাহ (মনফালকোনে,ইতালী)
যুগ্ম সাধারণ সম্পাদক ইতালী আওয়ামীলীগ গরিঝিয়া মনফালকোনে শাখা।
রইছ মিয়া (মনফালকোনে,ইতালী)
কৃষি বিষয়ক সম্পাদক ইতালী আওয়ামীলীগ গরিঝিয়া মনফালকোনে শাখা।

প্রতিনিধি:
কাতার,প্রতিনিধি: জাকির হোসেন
সভাপতি আওয়ামীলীগ মাইজার শাখা,দোহা,কাতার।
সুইজারল্যান্ড প্রতিনিধি: আইয়ান জুনায়েদ
যুগ্ম আহবায়ক বঙ্গবন্ধু ফাউন্ডেশন,সুইজারল্যান্ড।
দক্ষিণ আফ্রিকা প্রতিনিধি: হৃদয় আহমেদ
মালয়েশিয়া প্রতিনিধি: এম.মনির হোসাইন
সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক বাংলাদেশ যুবলীগ কুয়ালালামপুর মালয়েশিয়া শাখা,সাবেক নির্বাহী সদস্য সম্মিলিত সাংস্কৃতিক জোট কিশো

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...