সব
স্বদেশ বিদেশ ডট কম
সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন সেন্টারে পরীক্ষামূলকভাবে র্যাপিড অ্যান্টিজেন কিট দিয়ে করোনা পরীক্ষা শুরু হয়েছে। নভেম্বরের শুরুতে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) থেকে পাঠানো কিটের মাধ্যমে এ পরীক্ষা শুরু হয়।
বিভাগীয় স্বাস্থ্য অিধদপ্তর সূত্রে জানা যায়, শামসুদ্দিন আহমদ হাসপাতালের প্যাথলজি বিভাগের ল্যাব টেকনোলজিস্ট এবং একজন চিকিৎসক কর্মকর্তার তত্ত্বাবধানে অ্যান্টিজেন কিটের মাধ্যমে পরীক্ষামূলকভাবে কয়েকজন রোগীর নমুনা পরীক্ষা করা হচ্ছে। প্রাথমিকভাবে হাসপাতালে ৫০টি অ্যান্টিজেন পরীক্ষার কিট সরবরাহ করা হয়েছে। এগুলোর মধ্যে প্রায় ২০টি কিট এরই মধ্যে পরীক্ষা করা হয়েছে। এর ১৯টিতে করোনার নমুনা পরীক্ষায় আরটি–পিসিআর ল্যাবের পরীক্ষার ফলাফলের সঙ্গে সামঞ্জস্য রয়েছে। একটিতে অ্যান্টিজেন কিটের পরীক্ষায় ‘পজিটিভ’ এলেও আরটি পিসিআরে ‘নেগেটিভ’ এসেছে। সেই হিসেবে অ্যান্টিজেন কিটের ফলাফল ৯৯ ভাগ কার্যকর।
এদিকে, স্বাস্থ্য বিভাগ সিলেটের পরিচালক ডা. রাজিয়া সুলতানা স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক তথ্য বিবৃতিতে বলা হয়, এ পর্যন্ত সিলেট বিভাগে করোনা রোগীর সংখ্যা ১৪ হাজার ৭২।
Developed by:
Helpline : +88 01712 88 65 03