বাইডেনের প্রেস টিমের সবাই নারী

আন্তর্জাতিক ডেস্ক,

  • প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২০, ২:৪৩ অপরাহ্ণ

নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জৈষ্ঠ্য প্রেস টিমে শুধু নারীদের মনোনয়ন দিয়েছেন। যাকে দেশটির ইতিহাসে প্রথম বলে দাবি করছে বাইডেন টিম। জো বাইডেন বলেছেন, বৈচিত্র রেখে প্রশাসন গড়ে তুলবেন, যা দেশকে প্রতিফলিত করবে। এবার তিনি প্রেস সেক্রেটারি হিসেবে জেন পিসাকি’র নাম ঘোষণা করলেন। বিবিসি।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে হোয়াইট হাউসের কমিউনিকেশন পরিচালক ছিলেন জেন পিসাকি। এবার তিনি জো বাইডেনের প্রেস সেক্রেটারি হচ্ছেন। জো বাইডেন এক বিবৃতিতে জানিয়েছেন, আজ আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, প্রথমবারের মতো হোয়াইট হাউসের জ্যেষ্ঠ যোগাযোগ দল নারীদের সমন্বয়ে গঠিত হচ্ছে।

তিনি আরো বলেন, এই দক্ষ, অভিজ্ঞ জনসংযোগকারীরা বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে তাদের কাজ করবেন এবং এই দেশকে আরো উন্নত করে গড়ে তুলতে একটি অংশীদার প্রতিশ্রুতি নিয়ে আসছে।

জানা গেছে, ভাইস-প্রিসিডেন্ট কমলা হ্যারিসের হয়ে কাজ করবেন সায়মন স্যান্ডার্স ও অ্যাসলে ইটাইন্নে। বাইডেন মনে করেন, যুক্তরাষ্ট্রকে নিরাপদ ও সুরক্ষিত রাখতে তার দল কাজ করে যাবে।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...