২৪ ঘণ্টায় সিলেটে করোনাক্রান্তের সংখ্যা বেড়ে ১৪৮৩৩ জন

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২০, ৫:০৩ অপরাহ্ণ

সিলেট গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে থেকে ৩৪ জন সুস্থ হয়েছে। একই সময়ে আরও ১১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)’র কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে জানা যায় নতুন করে সুস্থ হওয়াদের মধ্যে সিলেটের ২৮, সুনামগঞ্জের ৪ এবং হবিগঞ্জের ২ জন।

এ নিয়ে পুরো বিভাগে সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৬৫৯ জন। এরমধ্যে সিলেট জেলার ৭ হাজার ৯৪২ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪২০ জন, হবিগঞ্জে ১৫৭৯ জন এবং মৌলভীবাজারের ১৭১৮ জন সুস্থ হয়েছেন।

আর আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৩৩ জন। এরমধ্যে সিলেট জেলায় ৮ হাজার ৬০৯ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪৭৫, হবিগঞ্জে ১ হাজার ৯১১ এবং মৌলভীবাজারে ১ হাজার ৮৩৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও একজন মারা গেছেন। এ নিয়ে সিলেট বিভাগের মধ্যে সিলেট জেলার ১৮৫ জন, সুনামগঞ্জে ২৫ জন, হবিগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজারের ২২ জন মারা গেছেন।

করোনাভাইরাসে আক্রান্ত ৪৯ জন রোগী সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...