আর্জেন্টিনার সাবেক কোচ আর নেই

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২০, ১১:০৪ পূর্বাহ্ণ

আর্জেন্টিনা সাবেক কোচ আলেহান্দ্রো সাবেয়া আর নেই। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কোচ। মৃত্যুকালে তার বয়স হয়েছিলে ৬৬ বছর।

দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর ঠিক পরদিনই অসুস্থতার কারণে জরুরি ভিত্তিতে হৃদযন্ত্রের চিকিৎসার জন্যে হাসপাতালে নিয়ে যাওয়া হয় আলেহান্দ্রোতে। শুরুতে প্রতিক্রিয়াটা ভালো হলেও ইনফেকশনের কারণে পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপর থহেকে দুই সপ্তাহ বুয়েনোস এইরেসের বেলগ্রানোতে একটি ক্লিনিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।

মঙ্গলবার সাবেয়ার শ্বাসতন্ত্রে সমস্যা দেখা দিলে পরিস্থিতির আরও অবনতি হয়। স্থানীয় সময় দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ও তাদের সভাপতি ক্লদিও তাপিয়া শোক প্রকাশ করেছেন।

সাবেক এই কোচের প্রতি শেষ শ্রদ্ধা জানানোর ব্যবস্থাও করেছে এএফএ। আগামীকাল বৃহস্পতিবার এজিজিয়া কাম্পুসে তার আত্মীয় ও তার কাছের ক্রীড়াব্যক্তিত্বরা তাকে শেষ বারের মতো শ্রদ্ধাঞ্জলি জানাতে পারবেন বলে জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল।

২০১১ কোপা আমেরিকার পর দলের দায়িত্ব নিয়েছিলেন সাবেক এন্তুদিয়েন্তেস কোচ সাবেয়া। এরপর থেকে তার অধীনে ৪০ ম্যাচ খেলেছে আর্জেন্টিনা, ২৫ জয়ের পিঠে হেরেছে মোটে পাঁচ ম্যাচে।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...