আফ্রিকা রিফিউজিদের জন্য নিরাপদ পানির ব্যবস্থা করছে ইষ্ট হ্যান্ডস

যুক্তরাজ্য প্রতিনিধি,

  • প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২০, ৫:৪৫ অপরাহ্ণ

আফ্রিকার দেশ সোমালীল্যান্ডে নিরাপদ পানির ব্যবস্থা করে দিয়েছে আন্তর্জাতিক মানবিক সংস্থা ইষ্ট হ্যান্ডস।
সোমালীল্যান্ডের রাজধানীর দক্ষিন সীমান্তে এম মোগে নামে একটি রিফিউজি ক্যাম্পে এই পানির ট্যাংক দেয়া হয়। এতে এইক্যাম্পের প্রায় ৫০টি পরিবার প্রতিদিন এখান থেকে পানি ব্যবহার করতে পারবে।
ইষ্ট হ্যান্ডস চ্যারিটির চেয়ারম্যান নবাব উদ্দিন বলেন, আমরা করোনাকালীন সময়ে বাংলাদেশ , ব্রিটেনের পাশাপাশি আফ্রিকারদারিদ্র পীড়িত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। পূর্ব আফ্রিকায়ে মানুষ পানির জন্য এক জায়গা থেকে আরেক জায়গায়ঘুরতে থাকে। তাই আমরা নিরাপদ পানির প্রজেক্ট হাতে নিয়েছি।
উল্লেখ্য করোনাকালীন সময়ে রামাদান মাসে ও কুরবানীর সময় বাংলাদেশের কয়েকটি জেলা ও আফ্রিকার সোমালীল্যান্ডেরকয়েকটি অন্চলের হাজারের বেশী মানুষের কাছে খাদ্য সহায়তা দেয়া হয়। এছাড়া সিলেটের একটি অন্ধ স্কুলে ৩ মাসের খাদ্যসহায়তা দেয়া হয় সংস্থাটির পক্ষ থেকে। এছাড়া পূর্ব লন্ডনে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় চলছে ইষ্টহ্যান্ডস ফুড ব্যাংক, যেটিইতিমধ্যেই বেশ সারা জাগিয়েছে।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...