৫০০ ডোজ ভ্যাকসিন নষ্ট করায় মার্কিন ফার্মাসিস্ট গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক,

  • প্রকাশিত: ২ জানুয়ারি ২০২১, ১০:৪৩ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে করোনা ভ্যাকসিনের ৫০০ ডোজ নষ্ট করায় এক লাইসেন্সধারী ফার্মাসিস্টকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক ওই ফার্মাসিস্ট জেরার মুখে স্বীকারও করেন, তিনি ইচ্ছাকৃতভাবে ভ্যাকসিনের ৫৭টি ভায়াল ফ্রিজে রাখেননি। গত বৃহস্পতিবার তাকে ওজৌকী কাউন্টি কারাগারে পাঠানো হয়েছে।

হাসপাতাল সূত্রে মিলুউকি জার্নাল সেন্টিনেল জানিয়েছে, এই পরিস্থিতি তাদের মূল মূল্যবোধকে লঙ্ঘন করেছে। স্টিভেন ব্র্যান্ডেনবার্গ (৪৬) নামের ওই ফার্মাসিস্টকে বরখাস্ত করা হয়েছে। তারা বিশ্বাস করেন, এই ভ্যাকসিনই মহামারি থেকে বেরিয়ে আসার পথ।

মেডিকেল সেন্টার বুধবার বলেছে, ওই ব্যক্তির এই কাজের জন্য ৫০০ জনেরও বেশি মানুষের ভ্যাকসিন পেতে দেরি হবে। আর এতে তারা হতাশ।

অন্যদিকে পুলিশের এক সূত্র জানিয়েছে, ফ্রিজে না রাখা ভ্যাকসিনের ডোজগুলো রোগীদের মধ্যে বিতরণ করা হয়েছিল৷তবে স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত ভ্যাকসিন স্বাস্থ্য উদ্বেগের কারণ হবে না। নষ্ট হওয়া ভ্যাকসিনের ডোজগুলোর মূল্য ৮ হাজার ডলার থেকে ১১ হাজার ডলার হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...