ময়লার ড্রেনে কাঁদছিল একদিনের নবজাতক

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১ আগস্ট ২০২২, ৬:১৯ অপরাহ্ণ

ময়লার ড্রেনে নবজাতকের কান্না শুনতে পান এক নারী। পরে তার চিৎকারে স্থানীয় লোকজন জড়ো হয়ে ড্রেন থেকে প্লাস্টিকের ব্যাগে মোড়ানো নবজাতককে উদ্ধার করে।

ঘটনাটি ঘটেছে রবিবার(৩১ জুলাই) রাতে নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের দাসপাড়া এলাকায়।

পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার রাতে দাসপাড়া এলাকার নার্সারির মোড়ের কাছের একটি ময়লার ড্রেনে এক নবজাতককে কে বা কারা ফেলে রেখে চলে যায়। রাত সাড়ে ৯টার দিকে এ পথ দিয়ে যাওয়া সময় নবজাতকের কান্নার শব্দ শুনতে পান ফাতেমা আক্তার নামের স্থানীয় এক নারী। এ সময় ওই নারীর চিৎকারে স্থানীয় লোকজন জড়ো হয়ে ওই ড্রেন থেকে প্লাস্টিকের ব্যাগে মোড়ানো নবজাতককে উদ্ধার করে। এরই মধ্যে খবর পেয়ে নরসিংদী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার ঘটনাস্থলে আসেন। পরে ওই নবজাতককে পুলিশের সহায়তায় স্থানীয়রা নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে ওই নবজাতককে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওসি ফিরোজ তালুকদার জানান, একদিন বয়সী ওই নবজাতকের পরিচয় জানার চেষ্টা চলছে। পরিচয় না পেলে নবজাতকটি সুস্থ হওয়ার পর সমাজকল্যাণ মন্ত্রণালয়ে যোগাযোগ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...