রিকশার গ্যারেজে বিস্ফোরণ : নিহত বেড়ে ৬

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৯ আগস্ট ২০২২, ৫:৩২ অপরাহ্ণ

রাজধানীর তুরাগ থানার রাজাবাড়ী এলাকায় রিকশার গ্যারেজে কেমিক্যাল বিস্ফোরণে দগ্ধ আরও একজন মারা গেছেন বলে জানা গেছে। মৃত ব্যক্তির নাম আল আমিন (৩০)। এ নিয়ে এখন পর্যন্ত বিস্ফোরণের ঘটনায় ছয় জনের মৃত্যু হলো।

সোমবার (৯ আগস্ট) দিবাগত রাত পৌনে ৩টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বলেন, তুরাগ এলাকা থেকে রিকশার গ্যারেজে বিস্ফোরণে দগ্ধ হয়ে আটজন আমাদের এখানে এসেছিলো। তাদের মধ্যে আল আমিন রাত পৌনে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার শরীরের ৭৫ শতাংশ দগ্ধ হয়েছিলো।

এ ঘটনায় এখনও ২ জন চিকিৎসাধীন আছেন। তারা হলেন মো. শাহীন (২৫) ও শফিকুল ইসলাম (৩২)। আশঙ্কাজনক অবস্থায় তাদের চিকিৎসা চলছে।

শনিবার (৬ আগস্ট) দুপুরে তুরাগ থানার রাজাবাড়ী এলাকায় রিকশার গ্যারেজে কেমিক্যাল বিস্ফোরণে আটজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...