৫-১১ বছর বয়সীদের টিকা দেওয়া শুরু

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৫ আগস্ট ২০২২, ৫:৪৮ অপরাহ্ণ

করোনা সংক্রমণ রোধে রাজধানীতে শুরু হয়েছে ৫ থেকে ১১ বছরের শিশুদের টিকা দেওয়া। প্রাথমিকভাবে ঢাকাতে এই টিকাদান কর্মসূচি চলবে। পরবর্তীতে সারাদেশে এ কার্যক্রম শুরু হবে।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল ৯টায় টিকাদান কার্যক্রম শুরু হয়। শিশুদের যে টিকা দেওয়া হবে, সে ডোজগুলো আলাদা বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম।

সুরক্ষা অ্যাপসের মাধ্যমে ৫ থেকে ১১ বছরের শিশুদের টিকার জন্য নিবন্ধন করতে গত জুলাই থেকে প্রচার প্রচারণা চালিয়ে আসছে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর। এ ব্যাপারে তারা প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে একাধিক বার সমন্বয় সভা করেছে।

রাজধানী উত্তর সিটি করপোরেশনে ১৫টি এবং দক্ষিণ সিটির আওতাধীন ১৪টি, মোট ২৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে এই টিকা দেওয়া হচ্ছে। টিকা কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...