বাড়লো বিএনপির লাগাতার কর্মসূচির মেয়াদ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৯ আগস্ট ২০২২, ২:৪২ অপরাহ্ণ

জ্বালানি তেলসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও ভোলায় বিএনপির দুই নেতার মৃত্যুর প্রতিবাদে দলটির চলমান কর্সমসূচির মেয়াদ বাড়ানো হয়েছে। আগামী মাসের ১০ তারিখ পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। গত ২২ আগস্ট থেকে দেশের সব মহানগর, জেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে ধারাবাহিকভাবে সভা-সমাবেশ ও মানববন্ধন করছে বিএনপি।

এসব কর্মসূচিতে সারাদেশে বিএনপির উপর হামলা চালিয়েছে আওয়মী লীগ। কোথাও আবার আওয়ামী লীগের সঙ্গে বিএনপির ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষও হয়েছে। পুলিশের সঙ্গেও সংঘর্ষ হয় বিএনপি নেতাকর্মীদের।

ফখরুল জানান, ২২ আগস্ট থেকে এ পর্যন্ত মোট গ্রেপ্তার হয়েছেন ৬০ জনের অধিক নেতাকর্মী। আহত হয়েছেন ৭৭৫ জনের অধিক নেতাকর্মী, মিথ্যা মামলা দায়ের করা হয়েছে হাজার হাজার নেতাকর্মীর নামে।

বিএনপি মহাসচিব বলেন, কিছু দিন আগে প্রধানমন্ত্রী বললেন, ‘কাউকে গ্রেপ্তার করা হবে না। সভা সমাবেশ করতে দেয়া হবে।’ ঠিক তার উল্টোটা হয়েছে। এটাই আওয়ামী লীগের চরিত্র। তারা কথা বলবেন একটা- কাজ করবেন আরেকটা। এভাবেই তারা গণতন্ত্রকে ধ্বংস করেছে। বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে।

তিনি বলেন, চলমান কর্মসূচি আগামী মাসের ১০ তারিখ পর্যন্ত চলবে। কিছু জেলা উপজেলা, থানায় কর্মসূচি হয়নি। এ কারণে সময় বাড়ানো হয়েছে। যেসব জায়গায় কর্মসূচি হয়নি সে সব জায়গায় অনুষ্ঠিত হবে। আগামী ৩০ তারিখ বিশ্ব গুম দিবস উপলক্ষে সারাদেশে কর্মসূচি পালন করবে।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...