শাহজালালে তৃতীয় টার্মিনাল: অনিয়ম তদন্তে সংসদীয় সাব-কমিটির বৈঠক ২২ সেপ্টেম্বর

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২২, ৫:০৭ অপরাহ্ণ


হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণে অনিয়ম ও দুর্নীতি তদন্তে গঠিত সংসদীয় সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে ২২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার)। এ দিন বেলা ১২ টায় সংসদ ভবনে এ সভা অনুষ্ঠিত হবে।

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ও আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডা. আনোয়ার হোসেন খান এ সংসদীয় তদন্ত কমিটির প্রধান।

কমিটির অন্য সদস্যরা হলেন, বাগের হাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় এবং মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার।

এর আগে জুলাই মাসের ২৫ তারিখে অনুষ্ঠিত বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে এই সাব-কমিটি গঠন করা হয়। উক্ত স্থায়ী কমিটির সভাপতি ব্রাক্ষ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য উবায়দুল মোকতাদির চৌধুরী।

উল্লেখ্য, তৃতীয় টার্মিনালের আলোকসজ্জায় নিম্নমানের বাতি ও বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে বলে গণমাধ্যমে খরব প্রকাশিত হয়। এতে অভিযোগ করা হয়, সংসদীয় স্থায়ী কমিটির এক সদস্য পুরো সিন্ডিকেটের নেতৃত্ব দিচ্ছেন।

 

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...