ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে বাকপ্রতিবন্ধী যুবক নিহত

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২২, ৮:৩৯ পূর্বাহ্ণ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মধুমতি এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে সহিদুল ইসলাম নামের এক বাকপ্রতিবন্ধী যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ভাঙ্গা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া মধুমতি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়। নিহত সহিদুল ভাঙ্গা উপজেলার জান্দি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

স্থানীয় ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সহিদুল ইসলাম একজন বাকপ্রতিবন্ধী। যার কারণে তিনি ট্রেন আসার আওয়াজ শুনতে পায়নি। ফলে ট্রেনের নিচে কাটা পড়েন।

রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুদ আলম বলেন, নিহত সহিদুল ইসলাম বাকপ্রতিবন্ধী হওয়ার কারণে ট্রেনের হর্ণের আওয়াজ শুনতে পায়নি। এর ফলে ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...