মালিতে বাস বিস্ফোরণে নিহত ১১

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২২, ২:৩০ অপরাহ্ণ

মালির মধ্যাঞ্চলে বৃহস্পতিবার একটি বাস ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত এবং ৫৩ জন আহত হয়েছে বলে একটি হাসপাতালের সূত্রে জানা গেছে।

দেশটির নিরাপত্তা সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার বিকেলে মোপ্তি এলাকার বান্দিয়াগাড়া ও গৌন্দাকার মধ্যবর্তী সড়কে বিস্ফোরণটি ঘটে। এই অঞ্চলটি সশস্ত্র গোষ্ঠীগুলির বিচরণ ও সহিংসতার কেন্দ্র হিসাবে পরিচিত।

স্থানীয় বান্দিয়াগাড়া যুব সমিতির মুসা হোসেইনি বলেছেন, এ ঘটনায় নিহতদর সবাই বেসামরিক লোক।

এক দশকেরও বেশি সময় ধরে, মালি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর কার্যকলাপ নিয়ন্ত্রণে লড়াই করেছে যা হাজার হাজার মানুষকে হত্যা করেছে এবং কয়েক হাজারকে তাদের বাড়িঘর থেকে বাধ্য করেছে।

মাইন এবং ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিদ্রোহীদের পছন্দের অস্ত্র। কেননা এগুলি দূর থেকে বিস্ফোরিত করা যেতে পারে।

মালিতে জাতিসংঘের মিশনের একটি প্রতিবেদনে দেখা গেছে যে ২০২২ সালে ৩১ আগস্ট পর্যন্ত মাইন এবং আইইডি বিস্ফোরণে ৭২ জনের মৃত্যু হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের বেশিরভাগই সৈন্য কিন্তু এক চতুর্থাংশেরও বেশি বেসামরিক নাগরিক। গত বছর আইইডি ও মাইন হামলায় ১০৩ জন নিহত এবং ২৯৭ জন আহত হয়েছেন।

সূত্র : এএফপি,আল জাজিরা

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...