বঙ্গবন্ধু সেতু‌তে টোল আদায় শুরু, তীব্র যানজট

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২২, ১২:৩০ অপরাহ্ণ

ঘন কুয়াশার কার‌ণে বঙ্গবন্ধু সেতু‌তে সাড়ে তিন ঘণ্টা টোল আদায় বন্ধ ছিল। পরে সকাল ৮টা থেকে আবার টোল আদায় শুরু হয়েছে। এতে মহাসড়‌কের ১৪ কিলোমিটার এলাকায় যানজটের সৃ‌ষ্টি হ‌য়েছে।

রোববার (১৮ ডি‌সেম্বর) ভোর রাত সা‌ড়ে ৪টা থে‌কে সকাল ৮টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু‌তে টোল আদায় বন্ধ রাখা হয়। এতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু‌ মহাসড়‌কের বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে কা‌লিহাতীর এলেঙ্গা পর্যন্ত যানজটের খবর পাওয়া যায়।

বঙ্গবন্ধু সেতুর ট্রা‌ফিক ক‌ন্ট্রোল রুম সূ‌ত্রে জানা গে‌ছে, রোববার ভোর রাত থে‌কে কুয়াশার প‌রিমাণ বে‌ড়ে যায়। যা দৃষ্টিসীমার ৪০ মি‌টা‌রের কম হওয়ায় সেতু‌তে দুর্ঘটনা এড়া‌তে উভয় পা‌ড়ে টোল আদায় বন্ধ রাখে কর্তৃপক্ষ।

বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী ব‌লেন, ঘন কুয়াশার কার‌ণে সেতু‌তে দুর্ঘটনা এড়া‌তে প্রায় সা‌ড়ে তিন ঘণ্টা টোল আদায় বন্ধ রাখা হয়। বর্তমা‌নে কুয়াশার প‌রিমাণ ক‌মে যাওয়ায় টোল আদায় শুরু হ‌য়েছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) শ‌ফিকুল ইসলাম ব‌লেন, ঘন কুয়াশার কার‌ণে সেতুতে টোল আদায় বন্ধ ছিল। ফলে মহাসড়‌কে যানবাহ‌নের দীর্ঘ লাইনের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। সকাল ৮টার পর টোল আদায় শুরু হয়েছে।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...