ফেঞ্চুগঞ্জের ৫ টি ইউনিয়নে নৌকা প্রতীক বরাদ্দ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২৩, ৭:৩৪ পূর্বাহ্ণ

আগামী ১৬ মার্চ ফেঞ্চুগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে এলাকায় বইছে নির্বাচনী হাওয়া। আওয়ামী লীগের মনোনয়ন পেতে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছিলেন ২২ নেতাকর্মী। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী থাকলেও এবারের নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না। তবে বিএনপি নেতাকর্মীরা স্বতন্ত্র প্রার্থী হবেন বলে গুঞ্জন রয়েছে।

২০১৮ সালের ২৯ মার্চ অনুষ্ঠিত ফেঞ্চুগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে একটি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জয়লাভ করেন। চারটি ইউনিয়নে ভরাডুবি হয় নৌকার। জামানত হারান নৌকা প্রতীকের এক প্রার্থী। এজন্য আসন্ন পাঁচটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

নির্বাচনকে কেন্দ্র করে আওয়মী লীগ মনোনীত নৌকা প্রতীক পেয়েছেন ১ নম্বর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নে সাহিল আহমদ, ২ নম্বর মাইজগাঁও ইউনিয়নে জুবেদ আহমেদ চৌধুরী শিপু, ৩ নম্বর ঘিলাছড়া ইউনিয়নে সাইফুল ইসলাম মনা, ৪ নম্বর উত্তর কুশিয়ারা ইউনিয়নে হাজী লুদু মিয়া এবং ৫ নম্বর উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নে আতিকুর রহমান মিঠু।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান। উল্লেখ্য, তৃণমূল পর্যায়ে সর্বশেষ নির্বাচনে একমাত্র ৩ নং ঘিলাছড়া ইউনিয়ন পরিষদ নৌকা বিজয়ী হয়।

তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৯ ফেব্রæয়ারি, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২০ ফেব্রæয়ারি, প্রার্থিতা প্রত্যাহার ২৭ ফেব্রæয়ারি। ফেঞ্চুগঞ্জ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৭৯ হাজার ৯০০ জন। এর মধ্যে পুরুষ ৪০ হাজার ১৫৫ জন এবং মহিলা ৩৯ হাজার ৭৪৫ জন।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...