ইংল্যান্ডের মাটিতে আইরিশদের বিপক্ষে খেলবে বাংলাদেশ!

স্পোর্টস ডেস্ক,

  • প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২৩, ১০:০৯ অপরাহ্ণ

চলতি বছর ওয়ানডে বিশ্বকাপ ভারতে। যেখানে সরাসরি খেলবে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল। ওয়ানডে সুপার লিগে নিজেদের শক্ত অবস্থানে রেখেছে টাইগাররা। আর তাই সরাসরি বিশ্বকাপ খেলতে বাংলাদেশের কোন বাধা নেই। তবে বিশ্ব সেরার লড়াইয়ে মাঠে নামার আগে কয়েকটি দ্বিপাক্ষিক সিরিজ খেলবে টাইগাররা। আগামী মে মাসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে পল স্টার্লিংরা। আয়ারল্যান্ড মাঠে হবার কথা হলেও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখে ইংল্যান্ডের মাঠে খেলার ইচ্ছ্বা প্রকাশ করেছে আইরিশরা।

এ নিয়ে ক্রিকেটের জনপ্রিয় মাধ্যম ইএসপিএনক্রিকইনফো এক প্রতিবেদনে জানায়, আয়ারল্যান্ডে মে মাসে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই টাইগারদে বিপক্ষে সিরিজটি নিজেদের মাঠে না খেলে বরং ইংল্যান্ডের মাঠে খেলার ইচ্ছ্বা প্রকাশ করেছে আইরিশরা।

এদিকে বাংলাদেশসহ সাতটি দেশ সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করেছে বিশ্বকাপে। অন্যদিকে সুপার লিগে এখন পর্যন্ত ২১ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে টেবিলের ১১তম স্থানে আছে আয়ারল্যান্ড। সমান ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে ১০ আছে শ্রীলঙ্কা, ১৯ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা আছে ৯।

তাই মার্চে যদি শ্রীলঙ্কা-নিউজিল্যান্ডে বিপক্ষে ৩-০ জিততে না পারে, বাংলাদেশের বিরুদ্ধে আয়ারল্যান্ডের ৩-০ ব্যবধানে জয় তাদের জন্য অষ্টম স্থান অর্জনের জন্য যথেষ্ট তখন ভারতে ২০২৩ বিশ্বকাপে খেলার জন্য।

অন্যদিকে ইংল্যান্ডের বিপক্ষে ধীরগতির ওভার-রেটের জন্য দক্ষিণ আফ্রিকার ডক পয়েন্ট আয়ারল্যান্ডের আশাকে বড় করছে। যদি দক্ষিণ আফ্রিকা ২-০ নেদারল্যান্ডসকে এবং আয়ারল্যান্ড-বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হারায়। তখন প্রশ্ন উঠবে নেট রান নিয়ে।

তাই বর্ষার মৌসুম দেখে বাংলাদেশের বিপক্ষে যেকোনো ম্যাচই পরিত্যক্ত হওয়ার সম্ভাবনা আছে আয়ারল্যান্ড সিরিজের। আর সে জন্য ইংল্যান্ডকে বেছে নিলো আইরিশরা। যদিও ইংল্যান্ডের কোন ভেন্যুতে খেলবে সেটা এখনও ঠিক করেনি তারা।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...