উপহারের গাড়ি গরিবদের চিকিৎসায় ব্যবহৃত হবে, জানালেন হিরো আলম

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২৩, ৭:৩৪ অপরাহ্ণ

আশরাফুল আলম ওরফে হিরো আলমকে উপহারের গাড়ি হস্তান্তর করেছেন হবিগঞ্জের শিক্ষক এম মখলিছুর রহমান। তার কাছ থেকে উপহারের গাড়ি গ্রহণ করে তা গরিব রোগীদের চিকিৎসার কাজে ব্যবহারের ঘোষণা দিয়েছেন হিরো আলম। তিনি বলেন, ‘আমার গাড়ি আছে। তাই এই গাড়ি গরিব রোগীদের চিকিৎসার কাজে ব্যবহার করা হবে।’

হিরো আলম বলেন, ‘উপহারের গাড়িটি আমি গ্রহণ করেছি, কিন্তু এটি আমি নিজে ব্যবহার করবো না। অনেক অসহায় দুস্থ মানুষ আছেন, যারা দুর্ঘটনা কিংবা জরুরি রোগে আক্রান্ত হয়ে অ্যাম্বুলেন্সে হাসপাতালে যেতে পারেন না। তাই এই গাড়িটিকে অ্যাম্বুলেন্স বানিয়ে মানুষের কল্যাণে ব্যবহার করা হবে।’

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে হিরো আলম চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামে পৌঁছালে মখলিছুর রহমান ও এলাকাবাসী তাকে স্বাগত জানান। পরে এম মখলিছুর রহমানের বাড়িতে উপহার দেয়া উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানস্থলে যোগ দেন তিনি। এ সময় হিরো আলমের হাতে গাড়ির কাগজ ও সম্মাননা স্মারক আনুষ্ঠানিকভাবে তুলে দেয়া হয়।

হিরো আলম বলেন, ‘সিলেটের মানুষ কথা দিলে কথা রাখে। তা আজ এম মখলিছুর রহমান প্রমাণ করেছেন। ভালোবাসতে গেলে একটা মন লাগে। কারোর টাকা আছে মন নেই; আবার কারোর মন আছে টাকা নেই। আমি প্রথমে বিশ্বাস করতে পারিনি, মখলিছুর রহমান গাড়ি উপহার দেবেন। অনেকে তার লাইভ দেখে গালিগালাজও করেছেন।

দেশ-বিদেশ অনেকে আমাকে বলেছেন, ভালোবেসে কেউ কোনো কিছু উপহার দিলে নিতে হয়। তাই এ ভালোবাসার জিনিসটা ভালো কাজে ব্যবহার করা হবে।

শিক্ষক এম মখলিছুর রহমান বলেন, ‘হিরো আলম বাংলার বাঘ। বগুড়ায় দুটি আসনে নির্বাচনের সময় ফেসবুকে এই বাংলার নায়ক হিরো আলমকে সিলেটবাসীর পক্ষ থেকে ছোট্ট উপহার হিসেবে ফেসবুকে নোয়াহ্ গাড়ি দেয়ার ঘোষণা দিয়েছিলাম। আজ আমার বাড়িতে হিরো আলমকে দাওয়াত দিয়ে গাড়ির চাবি বুঝিয়ে দিলাম।’

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...