নতুন শিক্ষাক্রমে ৫ দিনই হবে শ্রেণিকক্ষে পাঠদান: শিক্ষামন্ত্রী

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১:৫৬ অপরাহ্ণ

নতুন শিক্ষাক্রমে ৫ দিনই হবে শ্রেণিকক্ষে পাঠদান, এটি চূড়ান্ত সিদ্ধান্ত। এ সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কর্তৃক অনুমোদিত।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষামন্ত্রী বলেন, প্রথমে বিদ্যুৎ সংকটের জন্য পাঁচদিন পাঠদান করার সিদ্ধান্ত হয়। তখন বিদ্যুৎতের জন্য পাঁচদিন কার্যক্রম চলে কিন্তু এখন থেকে পাঁচদিনই হবে শিক্ষা কার্যক্রম আর দুইদিন শিক্ষকদের বন্ধ।

তিনি বলেন, কারিগরি বিভাগে গত ৪ বছরে সমস্ত শিক্ষক নিয়োগ হয়েছে। কিছু কিছু পদ সবসময় শূন্য হয়, তা আবার পূরণ হয়। এখন কারিগরি বিভাগে শিক্ষক সংকট নেই।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...