চট্টগ্রামে অক্সিজেন প্লান্টে বিস্ফোরণে নিহত ৪

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৪ মার্চ ২০২৩, ৬:৪৮ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে কদমরসুলপুর এলাকায় একটি অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস সূত্রে এ তথ্য জানা গেছে। এদিকে, আগুনে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দগ্ধ হয়েছেন অন্তত ৩০ জন।

শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। কুমিরা ফায়ার স্টেশনের কয়েকটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করে।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা মো. ফজলে রাব্বি বিস্ফোরণের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে যায়।

এদিকে, কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুলতান মাহমুদ বলেন, বড় ধরনের বিস্ফোরণ হয়েছে। আমরা ঝুঁকির মধ্যে কাজ করছি।

বিকট শব্দে এ বিস্ফোরণের ঘটনায় আশপাশের এলাকা কেঁপে ওঠে বলে স্থানীয়রা জানিয়েছেন। বিস্ফোরণে কারও কারও দেহের বিভিন্ন অংশ উড়ে যায়। কয়েকজন নিহত হওয়ার খবর তারা শুনেছেন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক বলেন, এখন পর্যন্ত মেডিকেলে ১০-১৫ জন আসছে। চারজন মারা গেছে। মৃত দেহ জরুরি বিভাগে আছে।

বিস্ফোরণের ঘটনায় আহত হয়ে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ক্যাজুলয়াটি ওয়ার্ডে ভর্তি করেন। তারা হলেন- মো. নূর হোসেন (৩০), মো. আরাফাত (২২), মোতালেব (৫২), ফেনসি (৩০), মো. জসিম উদ্দিন (৪৫), নারায়ণ (৬০), মো. ফোরকান দাদা (৩৫), শাহরিয়ার (২৬), মো. জাহিদ হাসান (২৬)। এছাড়া নিহতের মধ্যে শামসুল আলম (৫০) ও অজ্ঞাত পুরুষ (৪০)। নিহত বাকি দুইজনের তথ্য এখনো জানা যায়নি।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...