প্রাথমিকে বৃত্তি পেয়ে হেলিকপ্টারে ঘুরলো ৮০ শিক্ষার্থী

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৬ মার্চ ২০২৩, ৭:২০ অপরাহ্ণ

ব্যাতিক্রমী এক সংবর্ধনার আয়োজন করেছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় রংধনু মডেল স্কুল। সোমবার সকালে শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয় মাঠে কেক কেটে কর্মসূচির উদ্বোধন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ আজম। পরে প্রতিবারে চার জন করে মোট ২০ বারে ৮০ শিক্ষার্থীকে হেলিকপ্টারে করে উপজেলার ওপর দিয়ে ঘোরানো হয়।

স্কুলটির অধ্যক্ষ শহিদুল ইসলাম শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আজাদ রহমান, পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন।

শহিদুল ইসলাম শাহিন জানান, ২০২২ সালে তাদের বিদ্যালয় থেকে ৮০ শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে সবাই বৃত্তি পেয়েছে। তাদের মধ্যে কেউ টেলেন্টপুলে এবং কেউ সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। তিনি বলেন, আগামীতে শিক্ষার্থীদের আরও ভালো করার উৎসাহ প্রদানের লক্ষ্যে এই আয়োজন করা হয়েছে।

প্রধান অতিথি শাহ আজম বলেন, ব্যতিক্রমী এ আয়োজন শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও উৎসাহিত করবে।

অনুভূতি ব্যক্ত করতে গিয়ে শিক্ষার্থী স্বর্ণা বলেন, এই আয়োজন আমাদের পড়ালেখায় মনোযোগী হতে আরও অনুপ্রেরণা যোগাবে।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...