আর্চারিতে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১০ জুন ২০২৩, ৭:৩৪ অপরাহ্ণ

ওয়ার্ল্ড আর্চারি স্টেজ-৩ প্রতিযোগিতার রিকার্ভ পুরুষ দলগত বিভাগে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ। একের পর এক ইভেন্ট থেকে ছিটকে যাওয়া বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়ে এই সাফল্য পেয়েছে।

শনিবার সিঙ্গাপুরে অনুষ্ঠিত টুর্নামেন্টে অস্ট্রেলিয়াকে ৫-৪ সেট পয়েন্টে হারিয়ে ব্রোঞ্জ জিতে নেয় বাংলাদেশ। এই ইভেন্টে ভারতকে হারিয়ে সোনা জিতেছে চীন।

বাংলাদেশের হয়ে খেলেছেন সাগর ইসলাম, হাকিম আহমেদ রুবেল ও রামকৃষ্ণ সাহা। অথচ, এই টুর্নামেন্টে বাংলাদেশ পদক জিততে পারে কিনা- সেটা নিয়েই সবার সন্দেহ ছিল। কারণ রিকার্ভ ও কম্পাউন্ডের অন্যান্য ব্যক্তিগত ও দলীয় ইভেন্টে বাংলাদেশের আর্চাররা সাফল্য পাননি। অবশেষে একটি পদক জয়ের তৃপ্তি নিয়েই তারা দেশে ফিরবেন।

উল্লেখ্য, গতকাল শুক্রবার রিকার্ভ মিশ্র দলগত বিভাগে কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে ৬-২ ব্যবধানে হার মানেন দিয়া সিদ্দিকী ও সাগর ইসলাম। কম্পাউন্ড মিশ্র দলগত বিভাগেও সেরা আটে ওঠার ম্যাচে জমজমাট লড়াইয়ের পর নেওয়াজ আহমেদ রাকিব ও শ্যামলী রায় জুটিকে ১৫১-১৫০ স্কোরে হারিয়ে দেয় ইন্দোনেশিয়ার দল।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...