মালয়েশিয়ার ছাপাখানায় দুই বাংলাদেশির মৃত্যু, দগ্ধ ৪

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৫ জুন ২০২৩, ৬:২৭ অপরাহ্ণ

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত চার বাংলাদেশি দগ্ধ হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (১৫ জুন) ভোরে দেশটির সেলাঙ্গর রাজ্যের বান্ডারবারু বাঙ্গির তামান ইন্ডাস্ট্রি সোলেমানের একটি ছাপাখানায় এই ঘটনা ঘটে।

সেলাঙ্গর রাজ্যের ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের (জেবিপিএম) সহকারী অপারেশন ডিরেক্টর মোহামাদুল এহসান মোহাম্মাদ জেইন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোর ৪টা ১৪ মিনিটে আগুন লাগার খবর পান। এরপর বিভিন্ন স্টেশন থেকে ৩৬ জন কর্মী ঘটনাস্থলে ছুটে যান।

আগুন নিয়ন্ত্রণে অংশ নেওয়া ফায়ার ফাইটাররা জানান, আগুন লাগার পর বাংলাদেশি ৬ শ্রমিক ওই কারখানায় আটকা পড়েন। তাদের মধ্যে চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। দুজন ঘটনাস্থলেই মারা গেছেন। তবে তাদের পরিচয় জানায়নি পুলিশ।

হাসপাতালে দগ্ধদের চিকিৎসা চলছে। পরবর্তী পদক্ষেপের জন্য দুজনের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মোহামাদুল এহসান মোহাম্মাদ জেইন বলেন, ছাপাখানাটিতে বায়ু চলাচলের জন্য পর্যাপ্ত জায়গা ছিল না। পরে দমকল কর্মীরা ভোর ৪টা ৪৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...