কুমিল্লা নামে বিভাগের দাবীতে লন্ডনে গণস্বাক্ষর অভিযান

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৫ জুন ২০২৩, ৬:৫০ অপরাহ্ণ


কুমিল্লা নামেই বিভাগ বাস্তাবায়নের দাবীতে লন্ডনে শুরু হয়েছে মাসব্যাপী গণস্বাক্ষর অভিযান। কুমিল্লা-৬ আসনের এমপি মুক্তিযোদ্ধা আ. ক. ম. বাহাউদ্দিন বাহারের লন্ডন আগমন উপলক্ষ্যে এই কর্মসূচির উদ্যোগ নিয়েছে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন নাগরিক কমিটি লন্ডন। যুক্তরাজ্যে বসবাসরত কুমিল্লাবাসীদের ২০টি সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে গঠিত হয়েছে দ্য কুমিল্লা কন্সোর্টিয়াম ইউকে। মঙ্গলবার পূর্ব লন্ডনের ইলফোর্ডের স্থানীয় একটি হলে নবগঠিত আহবায়ক কমিটি যুক্তরাজ্য জুড়ে এই গণস্বাক্ষর কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা দেয়। এর আগে ৮ জুন সর্ব সম্মতিক্রমে সলক সংগঠনের প্রতিনিধিদের প্রস্তাবের ভিত্তিতে গ্রেটার কুমিল্লা এলায়েন্সের সভাপতি সাইফুল ইসলাম দুদুকে আহবায়ক, সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব তানভীর আহমেদকে সদস্য সচিব ও হৃদমিক কেয়ার ইউকের প্রধান নির্বাহী রুহুল আমীনকে প্রধান উপদেষ্টা করে ৭১ সদস্য বিশিষ্ট নাগরিক কমিটি গঠন করে ‘দ্য কুমিল্লা কন্সোর্টিয়াম ইউকে’। পরে ৯ জুন এক ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে আহবায়ক কমিটির আনুষ্ঠানিক অনুমোদন দেন আ. ক. ম. বাহাউদ্দিন বাহার।

মঙ্গলবার, আহবায়ক কমিটি প্রথম বৈঠকে গণস্বাক্ষর কর্মসূচি ও নাগরিক সংম্বর্ধনার প্রস্তুতি সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন নাগরিক কমিটির উপদেষ্টা মুক্তিযোদ্ধা এনামুল হক, মুক্তিযোদ্ধা রহমান জিলানী, হেলেনা জিলানী ও হৃদমিক কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক টিউলিপ সুলতানা। আহবায়ক কমিটির যুগ্ম আহবায়কদের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা এসোসিয়েশনের প্রেসিডেন্ট ব্যারিস্টার মনিরুল ইসলাম মঞ্জু, গ্রেটার কুমিল্লা ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার ফরহাদ হোসেন বাবু, বৃহত্তর কুমিল্লা এসোসিয়েশনের প্রেসিডেন্ট মুকিত হায়দার রাসেল, বরুরা সমিতির প্রেসিডেন্ট মোহাম্মদ সেলিম মিয়া, জহিরুল ইসলাম, আমীনুল ইসলাম, সৈয়দ এহছানুল হক, সাংবাদিক সেলিনা জোৎসা, আইনজীবী সোহেল করিম ও ব্যবসায়ী মোহাম্মদ শফিকুল ইসলাম সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। আগমী ৯ জুলাই, বিকাল ৬ টায় লন্ডনের রয়্যাল রিজেন্সী হলে নাগরিক সংম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন নাগরিক কমিটি লন্ডনের সংগৃহিত গণস্বাক্ষরের কপি গ্রহণ করবেন কুমিল্লা-৬ আসনের এমপি মুক্তিযোদ্ধা আ. ক. ম. বাহাউদ্দিন বাহার। যুক্তরাজ্য থেকে সংগৃহিত গণস্বাক্ষর প্রধানমন্ত্রী শেখ হাসিনার দপ্তরে পৌঁছে দিতে গণস্বাক্ষর তুলে দেওয়া হবে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাঈদা মুনা তাসনিমের হাতে।অনলাইনে স্বাক্ষর সংগ্রহের জন্য একটি পিটিশনও লঞ্চ করা হয়েছে, এছাড়াও প্রত্যেক জেলা ও উপজেলার লন্ডন প্রবাসীদের নিয়ে গঠিত উপ-কমিটি বিভিন্ন রেস্টুরেন্ট ও নিজ নিজ এলাকায় গণস্বাক্ষর সংগ্রহের জন্য মাস ব্যাপী বিভিন্ন শহরে রোড-শো কর্মসূচিতে অংশ নেবেন।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...