ইতালি রোমে ওম হিন্দু ইন্টারন্যাশনাল আয়োজিত শুভ রথ যাত্রা

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি,

  • প্রকাশিত: ২২ জুন ২০২৩, ৬:৫৩ পূর্বাহ্ণ

ইতালি রোমে ওম হিন্দু ইন্টারন্যাশনাল আয়োজিত শুভ রথ যাত্রা

ইতালিতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথ যাত্রা উৎসব টি অত্যন্ত জাক জমক ভাবে উদযাপিত হয়েছে। রাজধানী রোমের বিভিন্ন এলাকা ঘুরে সনাতন ধর্মাবলম্বীরা তাদের অন্যতম ধর্মীয় এই অনুষ্ঠানটি কীর্তন, শঙ্খ আর প্রসাদ বিতরণের মধ্যে দিয়ে কাটিয়েছেন।

ওম হিন্দু ইন্টারন্যাশনাল স্যোসাল এন্ড ক্যালচারাল এসোসিয়েশন এই রথ যাত্রার আয়োজন করলে অসংখ্য প্রবাসী বাংলাদেশি সহ বিদেশিরা বিভিন্ন স্থান থেকে উপস্থিত হন। প্রবাসে ধর্মীয় আচরণ পালন করতে পেরে সন্তোষ প্রকাশ করেন তারা।

এই সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রাম কানাই সাহা, সাধারণ সম্পাদক বিশ্বজিত চৌধুরী, উপদেষ্টা শান্ত সরকার, বাদল নাথ, মৃত্যুঞ্জয় চৌধুরী। রথ যাত্রার পরিচালনায় ছিলেন প্রচার সম্পাদক সোহাগ পোদ্দার, সঞ্জয় ঘোষ, উত্তম বনিক ও বিষু ঘোষ সহ অনেকে।

ভক্ত গণ মনে করেন এই শুভ যাত্রায় জগন্নাথের অনুগ্রহে মনোবাসনা পূর্ণ হয়, আর তাই জগতের সকল প্রাণীর শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

সনাতনী রীতি অনুযায়ী, প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় জগন্নাথদেবের রথযাত্রা। আগামী ২৮ জুন বিকাল ৩টায় উল্টো রথের বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এই উৎসব শেষ হবে।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...