উখিয়া ক্যাম্পে গোলাগুলি, ৩ রোহিঙ্গা গুলিবিদ্ধ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৪ জুন ২০২৩, ১২:৩৬ অপরাহ্ণ


কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে হেড মাঝিসহ তিন জন গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (২৩ জুন) সকালে বালুখালী ও কুতুপালং ক্যাম্পে এ ঘটনা ঘটে।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক ও পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (এডিশনাল ডিআইজি) সৈয়দ হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

গুলিবিদ্ধরা হলেন- বালুখালী ক্যাম্পের নুরুল আলম ও কুতুপালং ক্যাম্পের রুহুল আমিন এবং হেড মাঝি নুর মোহাম্মদ।

জানা যায়, প্রত্যাবাসনের পক্ষে যেসব রোহিঙ্গা কথা বলছে তাদের চিহ্নিত করে হামলা করছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে আহতদের একজনকে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া বাকি দু’জনকে এনজিও সংস্থার পরিচালনাধীন তুর্কি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সৈয়দ হারুন অর রশিদ জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল ও গোয়েন্দা নজরদারি চলছে।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...