ইতালিতে চালু হচ্ছে বাংলাদেশি ই-পাসপোর্ট সেবা

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৪ জুলাই ২০২৩, ১২:৩৯ অপরাহ্ণ

ইতালিতে ই-পাসপোর্ট সেবা চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার।

ইতালির রোমস্থ দূতাবাস ও মিলানস্থ কনস্যুলেটে আগামী সেপ্টেম্বর থেকে ই-পাসপোর্ট সেবা চালু হবে বলে রোমস্থ বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

এর ফলে ইতালি, সার্বিয়া ও মন্টেনেগ্রো প্রবাসী বাংলাদেশিরা ই-পাসপোর্ট সেবার আওতায় আসবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন প্রবাসীবান্ধব সরকার প্রবাসী বাংলাদেশিদের দোড়গোড়ায় সব নাগরিক সেবা পৌঁছে দেওয়ার বিষয়ে অঙ্গীকারবদ্ধ।

২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পথে ‘সবার জন্য ই-পাসপোর্ট’ একটি গুরুত্বপূর্ণ ধাপ। ইতালিতে এই বহুল প্রত্যাশিত সেবা চালুর বিষয়ে রোমস্থ দূতাবাস স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগসহ সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের সঙ্গে নিয়মিতভাবে যোগাযোগ রক্ষা করে আসছে। এরই ফলশ্রুতিতে সেপ্টেম্বরে ইতালিতে ই-পাসপোর্ট সেবা চালু হবে বলে আশা করা যাচ্ছে।

দূতাবাসে ই-পাসপোর্ট সেবা চালুর সুনির্দিষ্ট তারিখ নির্ধারণ হওয়া মাত্রই তা দূতাবাসের ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...