বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে কানাডা: খসরু

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৩ জুলাই ২০২৩, ৫:৫৮ অপরাহ্ণ


আগামী নির্বাচন নিয়ে বাংলাদেশের পরিস্থিতি কানাডা পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার গুলশানে ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কাছে তিনি একথা বলেন।

খসরু বলেন, আমেরিকার মত কানাডা ও বাংলাদেশের পরিস্থিতি, আগামী নির্বাচন সার্বিক বিষয়ে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা করছে।

বৈঠকে কানাডীয় দূতাবাসের প্রধান রাজনৈতিক কর্মকর্তা ব্রাডল কোটালি , বিএনপি নেতাদের মধ্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...