লন্ডনে প্রস্তাবিত জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সংসদীয় ককাস

মতিয়ার চৌধুরী-লন্ডন,

  • প্রকাশিত: ১৪ জুলাই ২০২৩, ৮:৪৭ অপরাহ্ণ

গতকাল বৃহস্পতিবার যুক্তরাজ্যের হাউস অফ লর্ডসে বাংলাদেশ হাইকমিশন লন্ডন কর্তৃক আয়োজিত “বাংলাদেশ-ইউকে জলবায়ু চুক্তি: COP28 এর অগ্রাধিকার” শীর্ষক একটি উচ্চ-প্রোফাইল সংসদীয় গোলটেবিল দুবাইতে COP28-এর নভেম্বর২০২৩ এর আগে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত একটি সংসদীয় ককাস গঠনের প্রস্তাব করেছে। যুক্তরাজ্যের হাউস অফ লর্ডস এবং হাউস অফ কমন্সের মন্ত্রী এবং সংসদ সদস্যরা এবং বাংলাদেশের মন্ত্রী ও সংসদ সদস্যরা গোলটেবিলে অংশ নেন এবং এই বছরের মার্চ মাসে স্বাক্ষরিত বাংলাদেশ-ইউকে জলবায়ু চুক্তির আলোকে COP28-এর জন্য বাংলাদেশ ও যুক্তরাজ্যের অভিন্ন অগ্রাধিকার নিয়ে আলোচনা করেছেন। . ব্রিটিশ পার্লামেন্টে জলবায়ু পরিবর্তন নিয়ে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে এটিই প্রথম গোলটেবিল বৈঠক।বাংলাদেশের শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি, সাবেক পরিবেশ ও বন উপমন্ত্রী এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি, জলবায়ু সংসদ বাংলাদেশের আহ্বায়ক নাহিম রাজ্জাক এমপি, শেখ তন্ময় এমপি এবং আয়েশা খান উদ্দিন এমপি গোলটেবিল বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে বক্তব্য রাখেন।

অন্যদিকে, যুক্তরাজ্যের আবাসন ও গৃহহীনতা বিষয়ক মন্ত্রী ফেলিসিটি বুচান এমপি, যুক্তরাজ্যের জলবায়ু পরিবর্তন বিষয়ক ছায়ামন্ত্রী কেরি ম্যাকার্থি এমপি, ক্ষুদ্র ব্যবসা ভোক্তা ও শ্রমবাজার বিষয়ক ছায়ামন্ত্রী সীমা মালহোত্রা এমপিসহ বিপুল সংখ্যক ব্রিটিশ সংসদ সদস্য, হাউস অফ লর্ডস এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ সিলেক্ট কমিটি ব্যারনেস রোজি বয়কট, ইউকে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ অন ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্টের সদস্য লর্ড পপট, ইউকে হাউস অফ লর্ডস ইকোনমিক অ্যাফেয়ার্স সিলেক্ট কমিটির সদস্য ব্যারনেস সুসান ক্রামার, ইউকে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ অন ফরেন সদস্য অ্যাফেয়ার্স ব্যারনেস উদ্দিন, যুক্তরাজ্যের হাউস অফ লর্ডস বিল্ট এনভায়রনমেন্ট সিলেক্ট কমিটির সদস্য লর্ড মাওসন, ডিজিটাল, সংস্কৃতি, মিডিয়া এবং স্পোর্ট বিভাগের ছায়া মুখপাত্র লর্ড স্টিভেনসন, বিরোধীদলীয় হুইপ লর্ড সানি লিওং এবং হাউস অফ লর্ডস ইকোনমিক অ্যাফেয়ার্স সিলেক্ট কমিটির সাবেক সদস্য লর্ড স্বরাজ পল গোলটেবিল বৈঠকে যুক্তরাজ্যের পক্ষ থেকে বক্তব্য রাখেন। লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম উদ্বোধনী বক্তব্য রাখেন এবং স্বাগত বক্তব্য রাখেন কনজারভেটিভ ফ্রেন্ডস অফ ইন্ডিয়ার পৃষ্ঠপোষক এবং যুক্তরাজ্যের সাবেক জ্বালানি ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী যিনি গোলটেবিল বৈঠকের সহ-আয়োজক । শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি তার বক্তৃতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং গ্লাসগোতে COP26 চলাকালীন ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। তিনি ক্ষয়-ক্ষতি, জলবায়ু অর্থায়ন, মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনায় বিনিয়োগ এবং নিম্ন কার্বন অর্থনীতিতে বাংলাদেশের রূপান্তর সহ COP28-এ যৌথভাবে এগিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ ও যুক্তরাজ্যের জন্য চার দফা প্রস্তাব পেশ করেন ; এবং পরিষ্কার, পুনর্নবীকরণযোগ্য এবং সবুজ শক্তি সমাধানে কৌশলগত বিনিয়োগ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে যুক্তরাজ্যের আবাসন ও গৃহহীনতা বিষয়ক মন্ত্রী ফেলিসিটি বুচান এমপি জলবায়ু অভিযোজন নেতৃত্ব, নারীর ক্ষমতায়ন এবং আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশের ধারাবাহিক সাফল্যের প্রশংসা করেন। তিনি ব্রিটিশ অর্থনীতি ও সমাজে ক্রমাগত অবদানের জন্য যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের প্রশংসা করেন।আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের চরম জলবায়ু দুর্বলতা তুলে ধরেন এবং কীভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার উপকূল রেখা বরাবর 800টিরও বেশি স্থিতিস্থাপকতা-নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করেছে। বাংলাদেশের জলবায়ু সংসদের আহ্বায়ক নাহিম রাজ্জাক এমপি COP28-এর আগে জলবায়ু পরিবর্তন বিষয়ে একটি সংসদীয় ককাস গঠনের প্রস্তাব করেন। যুক্তরাজ্যের এশিয়া প্যাসিফিক বিষয়ক মন্ত্রী অ্যান-মেরি ট্রেভেলিয়ানের সফরকালে চলতি বছরের মার্চ মাসে ঢাকায় ঐতিহাসিক বাংলাদেশ-যুক্তরাজ্য জলবায়ু চুক্তি স্বাক্ষরের কথা স্মরণ করে হাইকমিশনার সাইদা মুনা তাসনিম উভয় দেশকে একত্রে কাজ করার জন্য একটি কর্মপরিকল্পনা বাস্তবায়নের সুপারিশ করেন। জলবায়ু চুক্তি যুক্তরাজ্যের সংসদ সদস্যরা জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশের দুর্বলতা মোকাবেলায় জলবায়ু অর্থায়ন এবং ক্ষয়ক্ষতি তহবিলের গুরুত্ব তুলে ধরেন। সবুজ অবকাঠামো, কৃষি ও খাদ্য নিরাপত্তায় বিনিয়োগ বাড়ানোরও আহ্বান জানান তারা। অনুষ্ঠানে যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের (এফসিডিও) প্রতিনিধি এবং ব্রিটিশ-বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট সদস্যরাও উপস্থিত ছিলেন।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...