‘সুরক্ষা’ ওয়েবসাইটে সাইবার অ্যাটাক

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৮ আগস্ট ২০২৩, ৭:৫৮ পূর্বাহ্ণ

কোভিড-১৯ ভ্যাকসিন ম্যানেজমেন্ট সিস্টেম ‘সুরক্ষা’র ওয়েবসাইট ডিড্স (DDoS) অ্যাটাকের শিকার হয়েছে বলে জানিয়েছে সরকারি সাইবার ইস্যু দেখভালকারী সংস্থা সার্ট।

সোমবার (৭ আগস্ট) সার্টের ‘সিচুয়েশনাল এলার্ট অন সাইবার থ্রেটস’ রিপোর্টের বর্ধিত ভার্সনে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে, গত দু-তিন দিন ধরে ‍সুরক্ষা ওয়েবসাইট থেকে সেবা নিতে গিয়ে বারবার ব্যর্থ হচ্ছিলেন গ্রাহকেরা। যার ফলে বিষয়টি বিভিন্ন জনের নজরে আসে।

সোমবার সার্টের সাইবার থ্রেটস রিপোর্টে অ্যাটাকের বিষয়টি জানানো হয়।

রিপোর্ট অনুযায়ী দুটি ক্লিন আইপি ব্যবহার করে ডিড্স অ্যাটাকটি করা হয়েছে। এ ছাড়া আরো বিভিন্ন দেশ থেকে আলাদা আলাদা ১২টি আইপি অ্যাড্রেস থেকে ব্রুট ফোর্স বা, ওয়েব অ্যাপ বা, ফিশিং অ্যাটাকও করা হয়েছে।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...