ইউক্রেনে দফায় দফায় রুশ বিমান হামলা

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৩, ৪:০৫ অপরাহ্ণ

ইউক্রেনের রাজধানী কিয়েভে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার মধ্যরাত থেকে রোববার ভোর পর্যন্ত এ হামলা চালায় রুশ বাহিনী। রোববার ভোরে সামি ও শেরনিকভ অঞ্চলেও ভয়াবহ বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এক টেলিগ্রাম বার্তায় কিয়েভ কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

স্থানীয় বাসিন্দারা রুশ বার্তা সংস্থা তাসকে জানান, রোববার ভোর পর্যন্ত কিয়েভসহ আশপাশ এলাকায় বিমান হামলার সাইরেন বাজতে শোনা গেছে। তবে পশ্চিমাদের দেয়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এসব হামলার বেশির ভাগই প্রতিহত করার দাবি করেছে ইউক্রেন।

স্থানীয় বাসিন্দারা রুশ বার্তা সংস্থা তাসকে জানিয়েছেন, তারা ৪০ মিনিটের ব্যবধানে কমপক্ষে ৬টি বড় ধরনের বিস্ফোরণের শব্দ পেয়েছেন।

অন্যদিকে, রোববার সকালে এক টেলিগ্রাম বার্তায় কিয়েভের কর্তৃপক্ষ জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে রাশিয়ার বিমান হামলার বেশির ভাগ প্রতিহত করতে পেরেছে ইউক্রেন।

 

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...