সব
স্বদেশ বিদেশ ডট কম
ছবি তোলার আবদার করতেই ভক্তকে চড় মেরেছেন বলিউডের অন্যতম জনপ্রিয় এবং সফল অভিনেত্রী রেখা!
আনন্দবাজারের এক প্রতিবেদন বলা হয়, কর্মজীবনের শিখরে থাকাকালীন অমিতাভ বচ্চনের সঙ্গে তার প্রেম নিয়ে কম জলঘোলা হয়নি। তবে সেই সব জল্পনায় জল ঢেলে ১৯৯০ সালে ব্যবসায়ী মুকেশ আগরওয়ালকে বিয়ে করেন রেখা। যদিও সেই বিয়ে টেকেনি। মাত্র সাত মাসের মাথায় আত্মহত্যা করেন মুকেশ। তার পর থেকে ‘সিঙ্গল’ রেখা।
কয়েক মাস আগে নিজের ব্যক্তিগত সহকারী ফরজানার সঙ্গে সম্পর্ক নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন রেখা। কানাঘুষো শোনা যায়, ফরজানার সঙ্গেই নাকি দীর্ঘ দিন ধরে ‘সম্পর্কে’ রয়েছেন অভিনেত্রী। তাঁর সঙ্গেই নাকি একত্রবাসও করেন!
সঙ্গী বলতে তার সহকারী ফরজানা। তবে কি সত্যিই তার সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছে রেখার? তা নিয়ে শুরু হয় জল্পনা। যদিও এখনও পর্যন্ত এ নিয়ে জনসমক্ষে মুখ খোলেননি অভিনেত্রী।
Developed by:
Helpline : +88 01712 88 65 03