সব
স্বদেশ বিদেশ ডট কম
আগামী শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক দুইদিন ছুটি। আর বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ছুটি। সবমিলিয়ে বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার টানা তিনদিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।
গত ১৫ সেপ্টেম্বর (শুক্রবার) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে জানানো হয়, আগামী ১২ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি, ১৩ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে।
এদিকে, টানা তিনদিনের ছুটির কারণে পরিবারের সঙ্গে তা উদযাপনে পর্যটনকেন্দ্র এলাকায় আগে থেকেই হোটেল-মোটেল বুকিং দিয়ে রেখেছেন ভ্রমণপিপাসুরা।
টানা তিন দিনের ছুটিতে লাখো পর্যটকের সমাগম ঘটবে বলে আশা করছেন কক্সবাজার ও কুয়াকাটা এলাকার পর্যটন ব্যবসায়ীরা। ইতোমধ্যে অধিকাংশ হোটেল-মোটেল অগ্রিম বুকিং হয়ে গেছে।
তারা জানিয়েছেন, এরই মধ্যে তারকা মানের হোটেলগুলোর শতভাগ রুম বুকিং হয়েছে। এছাড়া পর্যটন দিবসকে কেন্দ্র করে সপ্তাহব্যাপী জমকালো আয়োজন করেছে প্রশাসন।
Developed by:
Helpline : +88 01712 88 65 03