সব
স্বদেশ বিদেশ ডট কম
ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি তারকাদের সম্মাননা দেয়ার লক্ষ্যে ইভেন্ট ব্রিটেন ও হার্ট ক্লেম আগামী ৬ নভেম্বর লন্ডনের রয়েল রিজেন্সি হলে আয়োজন করতে যাচ্ছে “Heart-Britain star awards” এছাড়া অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে জনপ্রিয় সংগীত তারকা বালাম, আগুন সহ আরো অনেকে পারফর্ম করবেন l এই লক্ষ্যে মঙ্গলবার পূর্ব লন্ডনের কলাপাতা রেস্টুরেন্টে “heart Britain star awards 2023” এর আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয় l এতে উপস্থিত ছিলেন নিউহামের মেয়র রহিমা রহমান, বার্কিং এন্ড ডেগেনহাম এর মেয়র ফারুক চৌধুরী, ক্যামডেনের সাবেক মেয়র কাউন্সিলর নাসিম আলী, কাউন্সিলর জসিম উদ্দিন, টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের সাবেক স্পিকার আহবাব হোসাইন, কাউন্সিলর ফয়জুর রহমান , ইভেন্ট ব্রিটেনের প্রতিষ্ঠাতা এস এইচ সোহাগ, হার্ট ক্লেম এর ডিরেক্টর ইমরান হোসাইন, ইভেন্ট আনিসুর রহমান অন্তূ, তুলি, শাহেদ উদ্দিন, কিটন সিকদার, মিসবাহ আহমেদ, মিনহাজ খান, সোহেল ইসলাম সহ কমিউনিটির বিশিষ্ট জনরা l
Developed by: Helpline : +88 01712 88 65 03