কর্ণফুলীতে বাসে অগ্নি সংযোগ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১ নভেম্বর ২০২৩, ১০:৪০ পূর্বাহ্ণ


চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী থানা এলাকায় বাসে অগ্নি সংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার (১ নভেম্বর) সকালে থানারভেল্লাপাড়া ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

প্রথমে অবরোধকারীরা যাত্রী নামিয়ে দিয়ে গাড়িটি ভাঙচুর করে। একপর্যায়ে গাড়িটিতে আগুন দেয়া হয়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের দ্বিতীয় দিনে চট্টগ্রামে মঙ্গলবারের চেয়ে যান চলাচল একটু বেড়েছে। তবে বন্ধ রয়েছে বেশিরভাগ দূরপাল্লার গাড়ি। নগরের সড়কে গণপরিবহন চললেও তা সংখ্যায় কম, আবার সড়কে যাত্রীও কম। সড়কে রিকশা, অটোরিকশা, টেম্পু ও প্রাইভেট গাড়ির দাপট বেশি দেখা গেছে।

অন্যদিকে, সর্বাত্মক অবরোধেও স্বাভাবিক রয়েছে ট্রেনের শিডিউল। বুধবার সকালে এ পর্যন্ত সবকটি ট্রেন যথাসময়ে ছেড়ে গেছে। আবার সব ট্রেন যথাসময়ে স্টেশনে পৌঁছেছে। ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম বটতলী রেলওয়ে স্টেশন মাস্টার জাফর আলম।

জানা গেছে, গত শনিবার (২৮ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশ করে বিএনপি। একইদিন আরামবাগে সমাবেশ করে জামায়াত। তবে অপ্রীতিকর ঘটনা ছাড়া জামায়াতের কর্মসূচি শেষ হলে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে এক পুলিশ নিহত হওয়া ছাড়াও ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।

এ ঘটনার প্রতিবাদে ২৯ অক্টোবর সকাল-সন্ধ্যা হরতাল ডাকে বিএনপি। পরে একই কর্মসূচি ঘোষণা করে জামায়াত। এরপর ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত টানা দিন সর্বাত্মক অবরোধের ঘোষণা দেয় বিএনপি। একই কর্মসূচি ঘোষণা দেয় জামায়াতও।

 

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...