ঢাবি অ্যালামনাই ইন দ্যা ইউকের শিক্ষা বৃত্তি প্রদান

বিজ্ঞপ্তি,

  • প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৪, ১০:১৪ অপরাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ইন দ্যা ইউকের উদোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ২৫ জন শিক্ষার্থীকে ‘ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্যা ইউকে ট্রাস্ট ফান্ড’ বৃত্তি প্রদান করা হয়েছে।

গত বৃহস্পতিবার ১১ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে এই বৃত্তি প্রদান করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও রেজিস্ট্রার প্রবীর কুমার সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে ‘ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্যা ইউকে’-এর সভাপতি মারুফ আহমেদ চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সংগঠনের সাধারণ সম্পাদক মেসবাহ উদ্দিন ইকো অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

বৃত্তি প্রদান অনুষ্ঠানে অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, অ্যালামনাইর পক্ষ থেকে পাওয়া এই বৃত্তি শিক্ষার্থীদের দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে উঠার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে। বৃত্তি তহবিল আরো বৃদ্ধি করার জন্য তিনি ‘ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্যা ইউকে’ – এর নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানান। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তায় এগিয়ে আসার জন্য তিনি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপ, অস্ট্রেলিয়াসহ দেশ-বিদেশে অবস্থানরত অ্যালামনাইর প্রতি আহ্বান জানান।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, সময় ও সুযোগের যথাযথ সদ্ব্যবহারের মাধ্যমে তাদের সৎ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। শিক্ষার্থীরা সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়বদ্ধ থেকে মানব কল্যাণে কাজ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ অতিথির বক্তব্যে মারুফ আহমেদ চৌধুরী ভবিষ্যতে আরও বেশি ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান ও ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা ফান্ডে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

স্বাগত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক মেসবাহ উদ্দিন ইকো প্রবাসে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ইন দ্যা ইউকের কর্মকান্ড ও ভবিষ্যত পরিকল্পনা সংক্ষিপ্ত আকারে তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা সৈয়দ সাজিদুর রহমান ফারুক, ট্রাস্টি সলিসিটার মোহাম্মাদ আবুল কালাম ও যুগ্ম কোষাধ্যক্ষ কংকন কান্তি ঘোষ প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কলা অনুষদের ডিন ড. আব্দুল বাসির, অ্যালামনাই সদস্য ও বাংলাদেশের অন্যতম পোষাক রপ্তানীকারক প্রতিষ্ঠান ভিয়েলাটেক্স গ্রুপের ভাইস চেয়ারম্যান আহসান কবির খান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবন্ধী ও অনগ্রসর ২৫ জন ছাত্র-ছাত্রীর মাঝে এককালীন বৃত্তি হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়।

অনুষ্ঠান শেষে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
উল্লেখ্য গত বছরও এই সংগঠনের পক্ষ থেকে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছিল। এটা চলমান থাকবে।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...