দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন ৩০ জানুয়ারি

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৪, ৫:০৮ অপরাহ্ণ


দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বসছে ৩০ জানুয়ারি। স্পিকার সভাপতিত্বে ওই দিন বিকাল তিনটায় এ অধিবেশন শুরু হবে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ এই অধিবেশন আহ্বান করেছেন। সোমবার (১৫ জানুয়ারি) জাতীয় সংসদের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম সই করা এ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৩০ জানুয়ারি বিকেল ৩টায় অধিবেশন শুরু হবে।

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এতে ২২২ টি আসন পেয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ।

নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরা পায় ৬২টি আসনে। জাতীয় পার্টি জিতেছে ১১টি আসনে। আর ওয়াকার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ও বাংলাদেশ কল্যাণ পার্টি জিতেছে একটি করে আসন।

গত ১১ জানুয়ারি টানা চতুর্থবার ও মোট পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রপতির কাছে শপথ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একই দিন নতুন মন্ত্রিসভার সদস্যরাও শপথ নেন। নতুন মন্ত্রিসভার ৩৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী এরই মধ্যে নিজেদের মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব বুঝে নিয়েছেন।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...