অভিনয়ে থিতু হবেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ চ্যাম্পিয়ন

বিনোদন প্রতিবেদক,

  • প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২৪, ২:০৫ পূর্বাহ্ণ

প্রায় তিন বছর অনুষ্ঠিত হলো ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০২৩’-এর আয়োজন। অনেকটা নীরবে কোনো প্রচার-প্রচারণা ছাড়াই মুন্সীগঞ্জের মানা বে ওয়াটার পার্কে সদ্য বসে এই প্রতিযোগিতার চূড়ান্ত আসর। এবারের আসরে বিজয়ীর মুকুট জেতেন ফ্যাশন ইনফ্লুয়েন্সার ও টিকটকার শাম্মি ইসলাম নীলা। প্রথম ও দ্বিতীয় রানার-আপ হয়েছেন যথাক্রমে আকলিমা আতিকা কণিকা ও শাকিরা তামান্না। মিস ওয়ার্ল্ডের ৭১তম আসরে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন বিজয়ী নীলা। এবারের মূল আয়োজনটি হবে পাশের দেশ ভারতে। এই আসরে যোগ দিতে আগামী ১৮ ফেব্রুয়ারি দিল্লি যাবেন নীলাসহ বিভিন্ন দেশের বিজয়ী সুন্দরীরা। আগামী ৯ মার্চ ভারতে অনুষ্ঠিত হবে ‘মিস ওয়ার্ল্ড-২০২৩’ প্রতিযোগিতা।

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ চ্যাম্পিয়ন শাম্মি ইসলাম নীলার জন্ম এবং বেড়ে ওঠা ঢাকায়। দুই ভাই-বোনের মধ্যে ২৩ বছর বয়সী নীলা বড়। রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বিবিএতে পড়াশোনা করছেন তিনি। ছোটবেলা থেকেই তার ইচ্ছা ছিল ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় অংশ নেওয়ার। তিন বছর ধরে মডেলিং করছেন। ফ্যাশন আর বিউটি নিয়ে কয়েকটি বাংলাদেশি ব্র্যান্ডের সঙ্গে ইনফ্লুয়েন্সার হয়ে নিয়মিত কাজ করছেন তিনি। ফেসবুক, ইনস্টাগ্রাম আর টিকটক তিন সামাজিক যোগাযোগ মাধ্যমেই জনপ্রিয় নীলা জানিয়েছেন, তিনি ভবিষ্যতে মডেলিং ও অভিনয় করতে চান। পাশাপাশি প্রাণীদের অধিকার রক্ষায় কাজ করবেন।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...