দাবানলে পুড়ছে চিলি, নিহত বেড়ে ৫১

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২৪, ১:৩৪ পূর্বাহ্ণ

সংবাদমাধ্যমের খবরে বলা হয়, দেশটির মধ্যাঞ্চলীয় বনাঞ্চলের বেশ কয়েকটি জায়গায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৫১ জন নিহত হওয়ার খবর জানা গেছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা সরকারের।

ভয়াবহ এই অগ্নিকাণ্ডে অন্তত এক বাজার বসতভিটা পুড়ে গেছে। ওই অঞ্চলের কোনো কোনো জায়গার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছে বলে জানা গেছে। উদ্ভুত এই পরিস্থিতিতে দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলে জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট গাব্রিয়েল বোরিক। এক বিবৃতিতে প্রেসডেন্ট বোরিক বলেন, ‘পরিস্থিতি সত্যিই ভয়াবহ। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।’

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আরো সেনা সদস্য মোতায়েনের কথা বলা হযেছে। তাছাড়া জরুরি পরিস্থিতি উদ্ধারকর্মীদের সহায়তার জন্য সাধারণ মানুষকেও আহ্বান জানান তিনি।

জানা গেছে, ওই অঞ্চলের অন্তত ৯২টি জায়গায় আগুন জ্বলছে। এলাকাটিতে মোট দশ লাখ লোক বাস করেন। অগ্নিকাণ্ডের ঘটনায় ৪৩ হাজার হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।

খবর : ডয়চে ভেলে

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...