সংসদ উপনেতা মতিয়া চৌধুরীকে মন্ত্রীর পদমর্যাদা

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২৪, ৯:০১ পূর্বাহ্ণ

সংসদ উপনেতা মতিয়া চৌধুরীকে মন্ত্রীর পদমর্যাদা ও সুবিধা দিয়েছে সরকার। গত ২৯ জানুয়ারি থেকে রাষ্ট্রপতি তাকে ওই সুবিধা দিয়েছেন জানিয়ে গতকাল রবিবার গেজেট প্রকাশ করেছে জাতীয় সংসদ সচিবালয়।

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য মতিয়া চৌধুরীকে ২৯ জানুয়ারি সংসদের উপনেতা হিসেবে স্বীকৃতি দেন স্পিকার।

এর আগে একাদশ সংসদেও উপনেতার দায়িত্বে ছিলেন মতিয়া চৌধুরী। সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুর পর ওই দায়িত্ব পান তিনি। সেবারও মন্ত্রীর পদমর্যাদা ও সুবিধায় উপনেতার দায়িত্বে ছিলেন মতিয়া চৌধুরী।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...