জর্ডানের রূপকথা লেখা হলো না, কাতারই এশিয়ার সেরা

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৪, ৮:০৬ পূর্বাহ্ণ

আকরাম আফিফের হ্যাটট্রিকে দ্বিতীয়বারের মতো এশিয়ান শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় তুলল কাতার। আল লুসাইল স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপের ফাইনালে জর্ডানকে তারা হারিয়েছে ৩-১ গোলের ব্যবধানে।

২০তম মিনিটে আফিফকে বক্সের ভেতর ফাউল করেন আবদুল্লাহ নাসিব। পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন আফিফ। ৩২তম মিনিটে আফিফের কর্নারে লুকাস মেন্দেসের হেড গ্লাভসের ছোঁয়ায় ক্রসবারের উপর দিয়ে বের করে দেন ইয়াজিদ। তাতে সমতায় ফেরা হয়নি জর্ডানের।

গোল শোধে দ্বিতীয়ার্ধে মরিয়া জর্ডান ৬৭তম মিনিটে সমতায় ফেরে। হাদ্দাদের বাড়ানো ক্রস প্রথম ছোঁয়ায় দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে জোরালো শটে লক্ষ্যভেদ করেন আল নিয়ামাত। জর্ডানের সুখ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ছয় মিনিট পর বক্সে মোহাম্মাদ ইসমাইলকে মাহমুদ আল মুরাদি ফাউল করলে ভিএআর দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। তা থেকে দ্বিতীয় গোলটি করেন আফিফ।

যোগ করা সময়ের শুরুতেই আফিফের সঙ্গে জর্ডানের বক্সে সংঘর্ষ হয় ছুটে আসা গোলরক্ষকের। প্রথমে অফসাইডের পতাকাও উঠলেও ভিএআর দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। আরেকটি সফল স্পট কিকে হ্যাটট্রিক পূরণের সঙ্গে জর্ডানের হার নিশ্চিত হয়ে যায়।

জাপান, সৌদি আরব, ইরান ও দক্ষিণ কোরিয়ার পর পঞ্চম দেশ হিসেবে একাধিক এশিয়ান কাপ শিরোপার অধিকারী হলো কাতার।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...