আব্দুল্লাহ চরে ট্রলারে আটকা পড়া ৮০ জনকে উদ্ধার

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৪, ৮:৩৫ অপরাহ্ণ

ঈদে ঘুরতে আসা লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা নদীতে জেগে ওঠা আব্দুল্লাহ চরে আটকে পড়া ৮০ জন দর্শনার্থীকে উদ্ধার করেছে নৌ-পুলিশ।

শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে জরুরি সেবা নম্বর ৯৯৯ মাধ্যমে ফোন পেয়ে ৩টি ট্রলারে আটকে পড়া এসব পর্যটকদের উদ্ধার অভিযান চালায় নৌ-পুলিশ। রোববার সন্ধ্যা ৬টার দিকে বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফেরদৌস আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, ‘শনিবার বিকেলে বিভিন্ন এলাকার দর্শনার্থীরা মেঘনা নদীর ওপাড়ে আব্দুল্লাহ চরে ঘুরতে যান। রামগতি উপজেলার মূল ভূখণ্ড থেকে এ দ্বীপের দূরত্ব প্রায় ২৫ কিলোমিটারের বেশি। নদীর স্রোতের কারণে ঘুরতে যাওয়া দর্শনার্থীদের মধ্যে অনেকেই আটকা পড়েন। সে সময় তাদের মধ্য থেকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ ফোন করেন। ৯৯৯ থেকে আমাদের বিষয়টি জানানো হয়। আমরা জরুরি ভিত্তিতে স্পিডবোট, ট্রলার এবং বড় নৌকা নিয়ে ঘটনাস্থলে যাই। সেখান থেকে আটকে পড়া ৮০ জনকে উদ্ধার করি। পরে রাত সাড়ে ৮টার দিকে নিরাপদে বাড়িতে পৌঁছে দেয়া হয়।

নৌ-পুলিশের এ অফিসার আরও জানান, গেলো বছর চরে আটকে পড়ে নারী পর্যটক ধর্ষণের শিকার হয়েছে। তাই ভ্রমণে নিজেদের সতর্ক হতে আহ্বান জানান তিনি।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...