পড়ালেখার জন্য ভিডিও বানানো বন্ধ করল খুদে ভ্লগার সিরাজ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২০ মে ২০২৪, ২:১৫ পূর্বাহ্ণ

মাত্র ৭ বছর বয়সী পাকিস্তানি খুদে ভ্লগার মোহাম্মদ সিরাজ। বয়সে ছোট হলেও তার জনপ্রিয়তা অনেক বেশি। তার আধো আধো মুখের বুলির তৈরি কনটেন্ট দেখে আনেকেই তাকে খুব পছন্দ করে। এভাবেই নিজেকে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে নিয়ে গেছে অন্য উচ্চতায়। পাকিস্তানের গিলগিত-বালতিস্তানের খাপলু গ্রামে তার জন্ম।

ইউটিউব চ্যানেল ‘সিরাজি ভিলেজ ভ্লগস’র মাধ্যমে গ্রামের দৈনন্দিন জীবনের নানা বিষয় সুন্দরভাবে নিজ ভাষায় সহজভাবে উপস্থাপন করে সিরাজ। ভিডিওতে ছোট্ট বোন মুসকানের সঙ্গে খুনসুটিও করতে দেখা যায় তাকে।

সহজ-সরল উপস্থাপনার মাধ্যমে সিরাজ নিজ দেশের বাইরেও জনপ্রিয়তা পেয়েছে। বাংলাদেশ-ভারতসহ বিভিন্ন দেশে তার অগণিত অনুরাগী আছে। নিয়মিত তারা এ ক্ষুদে ভ্লগারের ভিডিও দেখেন। তবে সিরাজের অনুরাগীদের জন্য দুঃসংবাদ। নতুন কোনো ভ্লগে আর দেখা যাবে না তাকে। সম্প্রতি নিজের শেষ ভিডিও প্রকাশ করেছে সে। সেখানে সবাইকে ভ্লগিং ছেড়ে দেওয়ার কথা জানায় এই ছোট্ট ভ্লগার।

ভ্লগিং ছেড়ে দেওয়ার পেছনে অবশ্য অন্য কারণ আছে। সিরাজ জানায়, তার বাবা চান আপাতত ভ্লগিং ছেড়ে পড়ালেখায় সে মনোযোগ দিক। এ জন্যই বিরতিতে যাওয়ার সিদ্ধান্ত।

শেষ ভিডিওতেও সিরাজ নিজের পুরো গ্রাম ঘুরে দেখিয়েছে। এমনকি একজন শুভাকাঙ্ক্ষীর সঙ্গেও কথা বলতে দেখা গেছে। যিনি নিয়মিত ভিডিও চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন তাকে। ছোট বোন মুসকানের সঙ্গেও খুনসুটি করতে দেখা গেছে সিরাজকে। তবে শেষ মুহূর্তে কান্না করতে করতে সবার কাছ থেকে বিদায় নিতে দেখা যায় তাকে। যা অনুরাগীদের হৃদয় ছুঁয়ে যায়।

সিরাজ ২০২২ সালে ইউটিউবে যাত্রা শুরু করে। সফল হতে খুব বেশি সময় লাগেনি তার। তবে এই পথ চলায় ভবিষ্যতের কথা ভেবেই থামতে হলো তাকে। অনুরাগীদের প্রত্যাশা, শিগগিরই নতুন ভ্লগ নিয়ে ফিরবে সে।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...