সব
স্বদেশ বিদেশ ডট কম
বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীর বাটাজোর এলাকায় ট্রাকের চাঁপায় ব্যাটারিচালিত ভ্যানের চালক ও মাছ বিক্রেতা নিহত হয়েছে।
নিহতরা হছেন- ব্যাটারিচালিত ভ্যানের যাত্রী মাছ ব্যবসায়ী গৌরনদীর সাকোকাঠি গ্রামের বাসিন্দা বরুন দাস (৬০) ও বাবুগঞ্জের আগরপুর গ্রামের বাসিন্দা ভ্যান চালক আয়নাল প্যাদা (৫৮)।
মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল মোল্লা জানিয়েছেন, আজ সোমবার (২৪ জুন) সকালে বাবুগঞ্জের আগরপুর বাজার থেকে পাইকারী দামে মাছ কিনতে গৌরনদীর মাহিলারা বাজার থেকে ভ্যানযোগে রওয়ানা হন ওই দুইজন। দুর্ঘটনাকবলিত স্থান অতিক্রমকালে বেপরোয়া গতির ট্রাকটি পিছন থেকে ভ্যানটিকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই তারা নিহত হন। নিহতের মরদেহ উদ্ধার করে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। স্বজনদের খবর দেয়া হয়েছে।
Developed by: Helpline : +88 01712 88 65 03